মুম্বই: আর কয়েকদিন পরই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রের ২৮৮ আসনে এক দফায় নির্বাচন। তার আগে রাজনীতিকদের ‘খোলা চ্যালেঞ্জ’ দিলেন ইউটিউবার ধ্রুব রাঠী। রাজনৈতিক দলগুলি ভোটের আগে নানা প্রতিশ্রুতি দেয়। এবার কতগুলি শর্ত পূরণ করলে সেই দল বা রাজনীতিকের হয়ে প্রচার করবেন বলে জানালেন জনপ্রিয় এই ইউটিউবার।
লোকসভা নির্বাচনের সময় রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে ভিডিয়ো করেছেন ধ্রুব রাঠী। তাঁর সেই ভিডিয়োগুলি নিয়ে শোরগোলও পড়ে। ইউটিউবে ধ্রুব রাঠীর চ্যানেলে সাবক্রাইবার রয়েছেন আড়াই কোটির বেশি। সেই সাবক্রাইবারদের কাছে নিজের বার্তা পৌঁছে দেন ধ্রুব রাঠী। মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলিকে নিজের ভিডিয়োর মাধ্যমে খোলা চ্যালেঞ্জ জানালেন এই ইউটিউবার।
ভিডিয়োয় ধ্রুব রাঠী বলেন, “আজ থেকে প্রায় ৪০০ বছর আগে স্বরাজের স্বপ্ন দেখেছিলেন ছত্রপতি শিবাজী মহারাজ। যে স্বরাজে সবাই উপরে ওঠার সুযোগ পাবেন। গরিব-ধনীর মধ্যে কোনও পার্থক্য থাকবে না। আইন ব্যবস্থা সবার জন্য সমান হবে। ছত্রপতি শিবাজী মহারাজের স্বপ্নকে সামনে রেখে মিশন স্বরাজের চ্যালেঞ্জ জানাচ্ছি রাজনৈতিক দলগুলিকে। যে দল মিশন স্বরাজের চ্যালেঞ্জ গ্রহণ করবে, তাদের হয়ে প্রচার করব।”
কী এই মিশন স্বরাজ? ধ্রুব রাঠী বলেন, “মিশন স্বরাজে সাতটি বিষয় থাকবে। প্রথম, কৃষকদের জন্য প্রশিক্ষণ। দ্বিতীয়, বৃষ্টির জলে চাষ। তৃতীয়, বিনামূল্যে উপযুক্ত শিক্ষা। চতুর্থ, বিনামূল্যে উপযুক্ত স্বাস্থ্য পরিষেবা। পঞ্চম, পরিচ্ছন্নতা ও বিশুদ্ধ বাতাস। ষষ্ঠ, নিরাপত্তা, সুরক্ষা, অপরাধমুক্ত সমাজ। আর সপ্তম, স্থানীয় উদ্যোগপতিদের তুলে ধরে সবার জন্য রোজগার নিশ্চিত করা।”
ধ্রুব রাঠী বলেন, “এই মিশন পূরণের জন্য রাজনীতিকদের ইচ্ছা থাকতে হবে। এই চ্যালেঞ্জ গ্রহণ করলে ওই নেতাকে তুলে ধরা হবে। শর্তসাপেক্ষে আমরা সমর্থন করব।” ভোটে জিতলে তাঁর কাছ থেকে মিশন পূরণ নিয়ে হিসেব চাওয়া হবে বলে জানালেন জনপ্রিয় এই ইউটিউবার। এইসব ইস্যুকে সামনে রেখে মহারাষ্ট্রের ভোটারদের ভোটদানের অনুরোধ করেন তিনি। তাঁর এই চ্যালেঞ্জ কোনও রাজনীতিক গ্রহণ করছেন কি না, সেটাই দেখার।