Dengue Death: শহরে ডেঙ্গির বলি আরও ১, মৃতের সংখ্যা বেড়ে ৬

Sourav Dutta | Edited By: জয়দীপ দাস

Jul 28, 2023 | 8:56 PM

Dengue Death: বাংলাদেশেও রোজই দাপট বাড়াচ্ছে ডেঙ্গি। চিন্তায় সেদেশের সরকারও। এমতাস্থায় বাংলাদেশ থেকে আগতদের উপর বিশেষ নজরদারির পরিকল্পনা নিয়ে পশ্চিমবঙ্গ সরকার।

Dengue Death: শহরে ডেঙ্গির বলি আরও ১, মৃতের সংখ্যা বেড়ে ৬
এম আর বাঙুর
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: শহরে ফের ডেঙ্গির (Dengue Death) বলি আরও ১। গত সোমবার এন‌আর‌এসে মৃত্যু হয় ১১ বছরের কিশোর জয় বিশ্বাসের। বাড়ি নদিয়ার হাঁসখালির গোরাপোতা গ্রামে। সেই দিন পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৫। এবার ডেঙ্গিতে মৃত বেড়ে ৬। এম আর বাঙুরে শুক্রবার দুপুরে মৃত্যু হল বারুইপুরের বাসিন্দা অনিমা সর্দারের। প্রথমে তিনি ভর্তি ছিলেন বিদ্যাসাগর হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় অনিমা দেবীকে ২৭ জুলাই এম আর বাঙ্গুরে স্থানান্তরিত করা হয়েছিল। কিন্তু, শেষ রক্ষা হল না। এদিন দুপুরেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন বছর পঁয়তাল্লিশের অনিমা। 

বিগত কয়েকদিনে শহর কলকাতার পাশাপাশি গোটা রাজ্যেই হু হু করে বেড়ে চলেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। আর তাতেই উদ্বেগ বেড়েছে সরকারের। ডেঙ্গি দমনে দফায় দফায় বৈঠক করেছে কলকাতা পুরনিগম। বৈঠক হয়েছে নবান্নেও। বৃহস্পতিবার স্বাস্থ্য, পুর ও নগরোন্নয়ন, মৎস্য-সহ একাধিক সরকারি দফতরের পাশাপাশি জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তৈরি হয় আট দফা রণকৌশল। 

ঠিক হয়েছে ডেঙ্গি দমনে গ্রাম বাংলায় মাঠে একযোগে ময়দানে নামবেন বিভিন্ন দফতরের কর্মীরা। আগামী মাস থেকেই মাসে দু’বার করে পরিচ্ছন্নতা সপ্তাহ পালন করা হবে। এদিকে ডেঙ্গির জন্য আগে থেকেই দায়ী করা হচ্ছিল কেন্দ্রীয় সরকারের আবাসন, অফিসগুলিকে। বজ্র পরিষ্কারে নানা বাধার মুখে পড়তে হয়, সেখানে জমা জলে ডেঙ্গি, ম্যালেরিয়ার মশার লার্ভা জন্মাচ্ছে বলে আগেই নানা অভিযোগ উঠে এসেছিল কলকাতা পুরনিগমের বৈঠকে। তাই এখন থেকে রেল, বন্দর, প্রতিরক্ষা-সহ কেন্দ্রীয় প্রতিষ্ঠানেও পরিচ্ছন্নতা অভিযানে নতুন করে জোর দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে খবর।

এদিকে বাংলাদেশেও রোজই দাপট বাড়াচ্ছে ডেঙ্গি। চিন্তায় সেদেশের সরকারও। এমতাস্থায় বাংলাদেশ থেকে আগতদের উপর বিশেষ নজরদারির পরিকল্পনা নিয়ে এপার বাংলার সরকারও। জোর দেওয়া হচ্ছে রক্ত পরীক্ষার উপর। মাঠে নামনো হচ্ছে ৯ হাজার চিকিৎসক, স্বাস্থ্য কর্মী। এদিকে এর আগে ২১ জুলাই বেলেঘাটা আইডি হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয় নদিয়ার রানাঘাটের বাসিন্দা উমা সরকারের। তারপরেই মৃত্যুর খবর মিলেছিল জয়ের।

Next Article