Panchayat Election Candidates: ‘আমাদের কেউ অপহরণ করেনি, আমরা স্বেচ্ছায় গিয়েছি’, পঞ্চসায়রের ঘটনায় পুলিশকে ‘চিঠি’ অপহৃতদের

Susovan Bhattacharya | Edited By: জয়দীপ দাস

Jul 28, 2023 | 11:30 PM

Panchayat Election Candidates: সূত্রের খবর, বৃহস্পতিবার রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে ঘটে এ ঘটনা। খবর প্রকাশ্য়ে আসতেই চাঞ্চল্য পড়ে যায় রাজনৈতিক মহলে।

Panchayat Election Candidates: ‘আমাদের কেউ অপহরণ করেনি, আমরা স্বেচ্ছায় গিয়েছি’, পঞ্চসায়রের ঘটনায় পুলিশকে ‘চিঠি’ অপহৃতদের
ঘটনার সিসিটিভি ফুটেজ
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: কেউ তাঁদের অপহরণ করেনি। তাঁরা স্বেচ্ছাতেই গাড়িতে উঠেছিলেন। পঞ্চসায়র থানার অফিসার ইন চার্জকে ‘চিঠি’ দিয়ে এমনই জানিয়েছেন জয়ী তিন বিজেপি (BJP) প্রার্থী ও বাম সমর্থিত নির্দল প্রার্থী। এ চিঠি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে নানা মহলে। এদিকে বৃহস্পতিবার রাতে পঞ্চসায়র থানা এলাকার পিয়ারলেস হাসপাতালের কাছে একটি গেস্ট হাউসের সামনে দেখা যায় চাঞ্চল্যকর ঘটনা। যা হার মানাবে সিনেমার চিত্রনাট্যকেও। রাতের অন্ধকারে আগ্নেয়াস্ত্র দেখিয়ে পঞ্চায়েত ভোটে জয়ী চার প্রার্থীকে অপহরণের অভিযোগ ওঠে। সিসিটিভি ফুটেজেও দেখা যায় গোটা ঘটনা। অভিযোগের তির ছিল তৃণমূলের দিকে। 

এ ঘটনায় পঞ্চসায়র থানায় ইতিমধ্যেই আবার লিখিত অভিযোগ দায়ের করেছেন সিপিআইএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, বৃহস্পতিবার রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে ঘটে এ ঘটনা। খবর প্রকাশ্য়ে আসতেই চাঞ্চল্য পড়ে যায় রাজনৈতিক মহলে। যদিও আগেই দলের কর্মীদের বিরুদ্ধে ওঠা অপহরণের অভিযোগ অস্বীকার করেছিল তৃণমূল। এবার একেবারে চার জয়ী প্রার্থীর চিঠি ঘিরে জল্পনা তুঙ্গে। ওই চিঠিতে তাঁরা সাফ লিখেছেন, আমাদের কেউ অপহরণ করেনি, আমরা স্বেচ্ছায় গিয়েছি। আমাদের নিয়ে যেন গুজব না ছড়ানো হয়।

যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখবেন ইস্ট ডিভিশনের ডেপুটি কমিশনার। ওই চিঠি অপহৃত ব্যক্তিরাই লিখেছেন কি না তাও খতিয়ে দেখা হবে বলে খবর। তবে সিসি ক্যামেরার ফুটেজে আগ্নেয়াস্ত্রের কোনও চিহ্ন মেলেনি বলে এখন জানাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রেই খবর, যাদের অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ উঠছিল, তাঁদের আবার দক্ষিণ ২৪ পরগনায় দেখা গিয়েছে।

Next Article