কলকাতা : দিনের পর দিন চলেছ অনশন। রাতের পর রাত কেটেছে ধরনা মঞ্চে। নবান্ন পর্যন্ত গিয়েও আশাহত হয়ে ফিরে আসতে হয়েছে আন্দোলনরত সরকারি কর্মীদের। এবার আদালতের অনুমতি নিয়ে মহামিছিলের ডাক দিয়েছেন তাঁরা। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে যে আন্দোলন চলছে, তা ১০০ দিনে পড়ল শনিবার। আর সেদিনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছ দিয়েই মিছিলে হাঁটবেন যৌথ মঞ্চের সদস্যরা। মিছিলের অনুমতি মিললেও হরিশ মুখার্জি রোডে যাওয়ার অনুমতি দিচ্ছিল না পুলিশ। অবশেষে আন্দোলনকারীরা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পর সেই অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা।
এত রাস্তা থাকতে কেন হরিশ মুখার্জি রোডকেই বেছে নিলেন আন্দোলনকারীরা? তাঁরা বলছেন, ‘সরকারের সব প্রকল্পই আজ দুয়ারে পৌঁছে দেওয়া হচ্ছে। আমরাও আন্দোলন দুয়ারে পৌঁছে দিতে চাই।’ যদিও রাজ্য সরকার বারবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে সরকারের যা আর্থিক অবস্থা, তাতে কর্মীদের ডিএ দেওয়া সম্ভব নয়। তা সত্ত্বেও পিছু হঠতে নারাজ আন্দোলনকারীরা।
মহার্ঘ ভাতা বৃদ্ধি, স্বচ্ছ নিয়োগ সহ মোট ৪ দফা দাবিতে চলছে এই আন্দোলন। আন্দোলনকারীরা আগেই জানিয়েছেন, ডিএ বৃদ্ধি না করা হলে আন্দোলনের ব্যপ্তি আরও বাড়বে। দিন কয়েক আগেই কোর্টের নির্দেশে নবান্নে আলোচনায় ডাকা হয়েছিল আন্দোলনরত সরকারি কর্মীদের। তবে সেই বৈঠক ফলপ্রসূ হয়নি বলেই জানিয়েছিলেন আন্দোলনকারীরা। এবার মহামিছিলের ডাক দেওয়া হয়েছে।
শনিবার ধর্মতলার ধরনা মঞ্চ থেকে মেট্রো করে হাজরা যাবেন আন্দোলনকারীরা। হাজরার দমকল কেন্দ্র থেকে হরিশ মুখার্জি রোড ও ডি এন রোড ধরে ডান দিক দিয়ে আশুতোষ মুখার্জি রোড হয়ে এসপি মুখার্জি রোড পেরিয়ে হাজরা মোড়ে এসে মিছিল শেষ হবে। বেলা ১ টা থেকে শুরু হবে মিছিল।