100 days Work: এবার ১০০ দিনের কাজে উপস্থিতি দিতে হবে অ্যাপের মাধ্যমে

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 28, 2022 | 5:09 PM

100 days Work: সম্প্রতি বিধানসভায় বিজেপির প্রশ্নের উত্তরে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার দাবি করেন, কোনও অনিয়ম নেই ১০০ দিনের কাজে।

100 days Work: এবার ১০০ দিনের কাজে উপস্থিতি দিতে হবে অ্যাপের মাধ্যমে
ফাইল ছবি

Follow Us

কলকাতা: ১০০ দিনের কাজ নিয়ে ভূরি ভূরি দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। অন্য়ান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও এমন অভিযোগের সংখ্য়া অনেক। এবার সেই দুর্নীতি রুখতেই কড়া পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র। ১০০ দিনের কাজে (100 days work) হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে। সেই নয়া পদ্ধতি বাধ্যতামূলক করা হচ্ছে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। নতুন বছরে অর্থাৎ ১ জানুয়ারি থেকেই কার্যকর হবে সেই সিদ্ধান্ত। কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। গত মে মাসে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি চালু করা হয়েছিল। এবার নতুন বছর থেকে পুরোমাত্রায় সেই পদ্ধতি কার্যকর করা হচ্ছে।

বর্তমানে খাতায়-কলমে উপস্থিতির হিসেব নেওয়া হয় ওই কর্মীদের। কিন্তু তাতে দুর্নীতির সম্ভাবনা থেকে যায়। স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। তাই এই বদল। কাজে যোগ দেওয়ার সময় ও কাজ শেষ হলে বেরিয়ে যাওয়ার সময় অর্থাৎ দিনে দু বার অ্যাপের মাধ্যমে হাজিরা দিতে হবে একজন কর্মীকে।

তবে রাজ্যের দাবি, ১০০ দিনের ক্ষেত্রে কোনও অনিয়ম নেই। সম্প্রতি বিধানসভায় বিজেপির প্রশ্নের উত্তরে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার দাবি করেন, কোনও অনিয়ম নেই, কেন্দ্র নিয়ম অনুযায়ীই মনরেগা প্রকল্পের কাজ চলছে এ রাজ্যে। তারপরও কোনও অভিযোগ এলে সে ব্যাপারে সংশ্লিষ্ট জেলার জেলাশাসককে জানানো হয় ও সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয় বলে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, ১০০ দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে না বলে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে রাজ্য সরকার। তবে সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ফোনে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীকে আশ্বাস দিয়েছেন যে, ১০০ দিনের টাকা দিয়ে দেওয়া হবে।

Next Article