কলকাতা: পরিবহণ দফতরের নিয়ম মেনে চলছে তো গাড়ি? হচ্ছে তো ধোঁয়া পরীক্ষা? নির্দিষ্ট পদ্ধতিতে চলছে তো পলিউশন চেক? না করলেই কিন্তু মহা বিপদ। আগেই এসেছিল সেই খবর। সম্প্রতি পরিবহণ দফতর, ময়দান তাঁবুতে বিভিন্ন বেসরকারি পরিবহণ সংগঠনের কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সেখানে ওই সংগঠনের কর্তারা বলেছিলেন, শহরের বিভিন্ন এলাকায় দূষণ মাপার স্বয়ংক্রিয় মেশিন (আরএসভি) বসানো হয়েছে। সেই মেশিনের আওতাধীন এলাকায় দিয়ে যাতায়াত করা বৈধ পিইউসি করা গাড়ির মালিকদের মোবাইলে জরিমানা সংক্রান্ত মেসেজ আসছে।
তখনই জানানো হয় সাতটি কাজের দিনের মধ্যে ওই গাড়ির ধোঁয়া পরীক্ষা না করালে ১০ হাজার টাকা জরিমানা বাধ্যতামূলক। এই সিদ্ধান্তের কথা সামনে আসতেই তা নিয়ে শুরু হয়ে যায় চাপানউতোর। অনেকেই বলেন, এই টাকা অনেকটাই বেশি। এই বিপুল পরিমাণ জরিমানা দেওয়ার সম্ভব নয়। সেই কারণে জরিমানার মূল্য কমানোর জন্য আবেদনও করা হয়।
তারপরেই নতুন সিদ্ধান্তের পথে হাঁটে পরিবহণ দফতর। নির্দিষ্ট দিনের মধ্যে ধোঁয়া পরীক্ষা না করালে এবার থেকে প্রথমবার পলিউশন ফেল হলে দু’হাজার টাকা জরিমানা দিতে হবে। নেওয়া হয় এই সিদ্ধান্ত। পরবর্তীতে দুটি ধাপে ৫ হাজার ও ১০ হাজার টাকা জরিমানা করা হবে বলে ঠিক হয়।