কলকাতা: ভোট পর্ব শেষে বাংলার ভাগ্য নির্ধারণ কার্যত সম্পূর্ণ। এবার সরকার গঠনের প্রক্রিয়া চলছে রাজ্যে। বুধবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বৃহস্পতিবার ও শুক্রবারে শপথ নেবেন রাজ্যের বিধায়কেরা। কয়েকটি ভাগে ভাগ করে হবে সেই শপথগ্রহণ পর্ব।
আজ যে সব বিধায়কেরা শপথ নেবেন, তাঁদের তালিকায় থাকছেন ১২ জন তারকা। দুই অর্ধে ভাগ করে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বৃহস্পতিবার ও শুক্রবার। প্রথম অর্ধে ৭৪ জন বিধায়ক শপথ নেবেন, দ্বিতীয়ার্ধে ৬৯ জন। আগামিকাল শুক্রবার, প্ৰথম পর্বে ৭৪ জন বিধায়ক ও দ্বিতীয়ার্ধে আরও ৭৪ জন বিধায়ক শপথ নেবেন বলে জানা গিয়েছে। তবে কোভিড আক্রান্তরা পরে শপথ নেবেন।
প্রথম দিনেই কলকাতা ও দুই ২৪ পরগণার বিধায়করা শপথ নেবেন। তাই জয়ী তারকা প্রার্থীদের পাশাপাশি হেভিওয়েট রাজনীতিকরাও শপথ নেবেন এ দিন। তারকাদের মধ্যে আজ শপথ নেবেন তৃণমূলের প্রার্থী পরিচালক রাজ চক্রবর্তী, গায়িকা অদিতি মুন্সি, অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী, অভিনেত্রী লাভলি মৈত্র, প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি, প্রাক্তন ফুটবলার বিদেশ বসু, অভিনেতা কাঞ্চন মল্লিক, অভিনেতা সোহম চক্রবর্তী ও অভিনেত্রী জুন মালিয়া, বীরবাহা হাঁসদা। বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় ও ক্রিকেটার অশোক দিন্দাও শপথ নেবেন এ দিন।
অন্যবার নৌসর আলি কক্ষে বিধায়কদের শপথ হয়। কিন্তু সেই কক্ষ ছোট। তাই এবার অধিবেশন কক্ষেই শপথ হবে। অন্য বার একসঙ্গে তিন বা চারজন বিধায়ক শপথ নিতেন। এবার কিন্তু এক একটি ব্যাচ করে শপথ গ্রহণ হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিধানসভার সচিবালয়। সেই এক একটি ব্যাচে ২০-২৫ বিধায়ক থাকবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করলেও বিধায়ক হিসাবে শপথ নিতে হবে সবাইকে। সে কথা বলেছেন বিজেপি বিধায়করা। তবে অনেকের কাছে এখনও আমন্ত্রণ পৌঁছয়নি বলে জানাচ্ছেন তাঁরা।
২০১৬ সালে শপথ নেওয়ার সপ্তাহ খানেকের মধ্যে বিধানসভার অধিবেশন বসত। কিন্তু এবার কোভিড-বিধির কারণে অধিবেশন কবে বসবে, তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি রাজ্য সরকার। প্রোটেম স্পিকার হিসেবে সুব্রত মুখোপাধ্যায় শপথ বাক্য পাঠ করাবেন বিধায়কদের।