Newtown Accident: ধাক্কা মারল বাইক, হিঁচড়ে নিয়ে গেল অটো, নিউটাউনে বীভৎস মৃত্যু কিশোরের

Ranjit Dhar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 02, 2023 | 12:34 PM

Newtown Accident: নিউটাউনের যাত্রাগাছি ব্রিজের ঘটনা। সেখানে বুধবার তিন বন্ধু সাইকেল নিয়ে নিউটাউন কনভেনশন সেন্টারের দিক থেকে গৌরাঙ্গনগরের দিকে যাচ্ছিল। অভিযোগ, তখনই পিছন থেকে একটি বাইক ধাক্কা মারে সাইকেলে।

Newtown Accident: ধাক্কা মারল বাইক, হিঁচড়ে নিয়ে গেল অটো, নিউটাউনে বীভৎস মৃত্যু কিশোরের
বীভৎস মৃত্যু
Image Credit source: Tv9 Bangla

Follow Us

নিউটাউন: সাইকেলে করে তিন বন্ধু যাচ্ছিল। সেই সময় বেপরোয়া বাইক ধাক্কা মারল ওই সাইকেলে। কিশোর ছিটকে পড়ল সাইকেল থেকে। তারপর পিছন থেকে আসা অটো টেনে হিঁচড়ে তাকে নিয়ে চলে গেল। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার হলে নাবালককে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।

নিউটাউনের যাত্রাগাছি ব্রিজের ঘটনা। সেখানে বুধবার তিন বন্ধু সাইকেল নিয়ে নিউটাউন কনভেনশন সেন্টারের দিক থেকে গৌরাঙ্গনগরের দিকে যাচ্ছিল। অভিযোগ, তখনই পিছন থেকে একটি বাইক ধাক্কা মারে সাইকেলে। বছর তেরোর ওই কিশোর সেখান থেকে ছিটকে গিয়ে পড়ে মাটিতে। তখনই পিছন দিক থেকে আসা একটি অটো বেশ কিছু দূর পর্যন্ত ওই কিশোরকে টেনে হিঁচড়ে নিয়ে যায়।

পরে ওই অটোচালক আশঙ্কাজনক অবস্থায় কিশোরকে গৌরাঙ্গনগরের কাছে একটি প্রাইভেট চিকিৎসকের কাছে নামিয়ে দিয়ে পালিয়ে যায় বলে খবর। সেখানেই থাকা বেশ কয়েকজন কিশোরকে উদ্ধার করে আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্তে নেমেছে নিউটাউন থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চিহ্নিত করা হচ্ছে অটোটিকে।

 

Next Article