হাসপাতালে ১৭ দিনের অক্সিজেন বিল প্রায় ২ লক্ষ টাকা! অভিযোগ পেয়ে হতবাক স্বাস্থ্য কমিশন

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jul 05, 2021 | 11:13 PM

Corona: করোনায় (Corona) প্রাণ হারিয়েছেন মা-ছেলে। সেই শোকের আবহে তাঁদের অক্সিজেন বিল হাতে পেয়ে দমবন্ধ হওয়ার জোগাড় পরিবার-পরিজনের।

হাসপাতালে ১৭ দিনের অক্সিজেন বিল প্রায় ২ লক্ষ টাকা! অভিযোগ পেয়ে হতবাক স্বাস্থ্য কমিশন
ফাইল চিত্র

Follow Us

তন্ময় প্রামাণিক: করোনায় (Corona) প্রাণ হারিয়েছেন মা-ছেলে। সেই শোকের আবহে তাঁদের অক্সিজেন বিল হাতে পেয়ে দমবন্ধ হওয়ার জোগাড় পরিবার-পরিজনের। অভিযোগ পৌঁছায় রাজ্য স্বাস্থ্য কমিশনে। অক্সিজেনের বিল দেখে চক্ষু চড়কগাছ স্বাস্থ্য কমিশনেরও। এক করোনা রোগীর ১৭ দিনের শুধু অক্সিজেন বিলে লেখা ১ লক্ষ ৮৬ হাজার ৭০০ টাকা। আরেক জন রোগীর ১৪ দিনে অক্সিজেনেই খরচ ১ লক্ষ ৬৩ হাজার ৬০০ টাকা। অভিযোগ পেয়ে রাজারহাটের বেসরকারি হাসপাতালকে জরিমানা করল সরকার।

জানা গিয়েছে, রাজারহাটের বাসিন্দা লীনা বাগচী (৫৮) করোনা আক্রান্ত হয়ে গত ৯ মে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। গত ২৬ মে তাঁর মৃত্যু হয়। ছেলে শুভময় বাগচীও (৩৪) করোনা নিয়ে ওই হাসপাতালে ভর্তি হন গত ৯ মে। তিনিও মারা যান ২৪ মে। দুই দিনের ব্যবধানে স্বজন হারানোর শোকের মধ্যেই হাসপাতালের বিল দেখে কার্যত হতভম্ব হয়ে যায় পরিবার। মা ও ছেলের সব মিলিয়ে হাসপাতাল বিল করে ৫ লক্ষ টাকা।

সেই সব বিল খতিয়ে আরও গোলমাল ধরা পড়ে। বিষয়টি জনৈক রতন কুমার সাহা নাম স্বাস্থ্য কমিশনের নজরে আনেন। আর তারপরই স্বাস্থ্য কমিশন বিষয়টি নিয়ে খোঁজখবর করতেই বেরিয়ে আসে অক্সিজেনর দাম নিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য। রাজারহাট লাগায়ো বেসরকারি হাসপাতালের এহেন অক্সিজেনের চার্জ দেখে মৃতের পরিবারকে ৪ লক্ষ ৩৩ হাজার টাকা ফেরানোর নির্দেশ দেয় কমিশন।

স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান তথা প্রাক্তন বিচারপতি অসীম বন্দোপাধ্যায় বলেন, “অক্সিজেনের এতো বিল কীভাবে, তা আমরা জানতে চেয়েছিলাম। এমন অক্সিজেন খরচের বহর এই প্রথম দেখলাম। নার্সিংহোম কর্তৃপক্ষ বলেছেন চড়া দামে তাদের অক্সিজেন কিনতে হয়েছে। কিন্তু তা বলে এত দাম? হতেই পারে না। তাই আমরা মৃতের পরিবারকে ৪ লক্ষ ৩৩ হাজার টাকা ফেরত দিতে বলেছি।”

আরও পড়ুন: দুই মেদিনীপুরে সংক্রমণে লাগাম, শেষ ২৪ ঘণ্টার ১২ জেলায় মৃত্যু হয়নি, কমছে সক্রিয় রোগীর সংখ্যাও

এদিকে এই বিষয়টি নিয়ে বেসরকারি হাসপাতাল পিয়ারলেসের কর্তা সুদীপ্ত মৈত্র বলেন, “আমরা ভেন্টিলেশনে হাই-ফ্লো অক্সিজেন ২৪ ঘন্টা দিলেও গড়ে আড়াই হাজার টাকা করে নিই। ক্ষেত্রবিশেষে তা কম-বেশি হতে পারে। কিন্তু এত বেশি কেন বুঝতে পারছি না।” এ নিয়ে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালের প্রতিক্রিয়া মেলেনি।

Next Article