Rathin Ghosh: টানা ১৯ ঘণ্টা তল্লাশি, রথীনের ব্যাঙ্কের স্টেটমেন্ট নিল ED

সুজয় পাল | Edited By: সঞ্জয় পাইকার

Oct 28, 2023 | 9:32 PM

Rathin Ghosh: পুরনিয়োগ দুর্নীতি মামলায় খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে টানা ১৯ ঘণ্টা তল্লাশি চালিয়েছেন তদন্তকারীরা। মন্ত্রী ছাড়াও পরিবারের সকল সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট সংগ্রহ করে ইডি।

Rathin Ghosh: টানা ১৯ ঘণ্টা তল্লাশি, রথীনের ব্যাঙ্কের স্টেটমেন্ট নিল ED
রথীন ঘোষের ব্যাঙ্কের স্টেটমেন্ট সংগ্রহ করল ED
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: পুর নিয়োগ মামলায় তল্লাশিতে এক কেজি সোনার গয়না উদ্ধার করলেন ইডি আধিকারিকরা। সল্টলেকে তল্লাশি চালান তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদে যে’কটি ব্যাঙ্কের লকারের হদিশ পান তদন্তকারীরা, সেগুলিতে তল্লাশি চালানো হয়। ব্যাঙ্কের লকার থেকেই মিলেছে এক কেজি গয়না। সূত্রের খবর, সোনা ছাড়াও প্রচুর নথি ও ডিজিট্যাল এভিডেন্স মিলেছে। অন্যদিকে, পুরনিয়োগ দুর্নীতি মামলায় খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে টানা ১৯ ঘণ্টা তল্লাশি চালিয়েছেন তদন্তকারীরা। মন্ত্রী ছাড়াও পরিবারের সকল সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট সংগ্রহ করে ইডি। সেই নথির ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হয় মন্ত্রী রথীন ঘোষকে।

খাদ্য মন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ১৯ ঘণ্টা অভিযান চালান ইডি তদন্তকারীরা। রাত দেড়টা নাগাদ মন্ত্রীর মাইকেল নগরের বাড়ি থেকে বের হন আধিকারিকরা। খাদ্যমন্ত্রী জানান, তদন্ত সব রকম সহযোগিতা করেছেন তিনি। মন্ত্রীর দাবি, পুরসভায় নিয়োগ সংক্রান্ত বিষয়ে বোঝার ক্ষেত্রে ইডি আধিকারিকদের গোলযোগ আছে। তিনি একটি বই দিয়ে ইডি আধিকারীকদের সাহায্য করেছেন বলেও দাবি রাজ্যের মন্ত্রীর। গভীর রাতেও খাদ্যমন্ত্রীর বাড়ির সামনে উপস্থিত ছিলেন তাঁর অনুগামীরা। তদন্তকারীরা বেরিয়ে যাওয়ার সময় স্লোগানও দেন তাঁরা। ।

খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়ির পাশাপাশি দক্ষিণ দমদম পুরসভাতেও ম্যারথন অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের। ১৪ ঘণ্টা অভিযান পুরসভার অফিসে। রাত সাড়ে বারোটা নাগাদ শেষ হয় অভিযান। এর আগে রাত সাড়ে দশটা নাগাদ শেষ হয়, দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতে অভিযান। ১৫ ঘণ্টার অভিযানে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর। দক্ষিণ দমদমের প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়ের বাড়িতেও লম্বা সময় অভিযান চালান কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা।

Next Article