কলকাতা: কম দামে পাওয়া যাচ্ছে নামী কোম্পানির সিমেন্ট। ওয়েবসাইটে জানতে পেরেই মুখে হাসি ফুটেছিল দুই সংস্থার। কিন্তু, সেই হাসি যে অচিরে মিলিয়ে যাবে, বুঝতে পারেনি। কম দামে সিমেন্ট কিনতে গিয়েই প্রায় ১১ লক্ষ টাকা খোয়াল নিউ আলিপুরের দুই সংস্থা। তাদের অভিযোগ পেয়ে তিনজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।
পুলিশ জানিয়েছে, নামী এক সিমেন্ট কোম্পানির নামে ভুয়ো ওয়েবসাইট খুলেছিল প্রতারকরা। ভুয়ো ওয়েবসাইট খুলে বাজার মূল্যের থেকে কম দামে, বিশেষ ছাড় দিয়ে সিমেন্ট ডেলিভারি করার কথা বলে। কম দামে সিমেন্ট পাওয়া যাওয়ায় নিউ আলিপুরের দুটি নির্মাণ সংস্থা সিমেন্টের অর্ডার দেয়। এর জন্য প্রায় ১১ লক্ষ টাকাও দেয় তারা।
অর্ডার করার পরও সিমেন্ট না পৌঁছনায় সন্দেহ হয় দুটি নির্মাণ সংস্থার। তখন তারা ওই সিমেন্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করে। তখনই প্রকাশ্যে আসে প্রতারণার বিষয়টি। ফেব্রুয়ারি মাসের ৪ তারিখে ওই সিমেন্ট কোম্পানির তরফে কলকাতা পুলিশের সাইবার ক্রাইমে লিখিত অভিযোগ জানানো হয়।
অভিযোগে ভিত্তিতে তদন্তে নেমে প্রথমে এক অভিযুক্তকে গয়া থেকে গ্রেপ্তার করেন গোয়েন্দারা। তার নাম চন্দন কুমার। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও দুই অভিযুক্তকে লেকটাউন থেকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম বাবলু রায়(৩০) নীতু কুমারী(২৫)। আদালতে তুলে ধৃতদের হেফাজতে নিয়েছে পুলিশ। এই প্রতারণা চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।
উল্লেখ্য, বিধাননগর পুলিশের তরফে আজই আরও এক প্রতারণা চক্রের পর্দাফাঁস করা হয়েছে। ভুয়ো সরকারি ওয়েবসাইট তৈরি করে বালি তোলার ছাড়পত্র দেওয়ার অভিযোগ উঠেছিল। গোপন সূত্র মারফত খবর পেয়ে বিধাননগর সাইবার থানার পুলিশের তদন্তকারী দল খড়্গপুর থেকে গ্রেফতার করে এক অভিযুক্তকে। দীপক ঘোষ নামে ধৃত ওই ব্যক্তি বিভিন্ন সরকারি ওয়েব পোর্টাল নকল করে অবৈভাবে বালি তোলার অনুমতি দিচ্ছিল বলে অভিযোগ।