Train Cancelled: রেললাইনে কাজের জন্য কয়েকটি ট্রেনের রুট বদল, বাতিল ২টি ট্রেন

রেললাইনে প্রি-নন ইন্টারলকিং এবং নন-ইন্টারলকিংয়ের কাজের জন্যই আজমের-শিয়ালদহ এক্সপ্রেসের রুট বদল করা হচ্ছে। তার ফলে যাত্রীরা যে কিছুটা সমস্যায় পড়বেন তা বলা বাহুল্য।

Train Cancelled: রেললাইনে কাজের জন্য কয়েকটি ট্রেনের রুট বদল, বাতিল ২টি ট্রেন
উত্তর-পূর্ব রেলের বেশ কিছু ট্রেন বাতিল করা হচ্ছে।

| Edited By: Sukla Bhattacharjee

Jan 05, 2023 | 6:43 PM

কলকাতা: নতুন বছরের শুরুতেই উত্তর-পশ্চিম রেলওয়ের দুটি ট্রেন বাতিল এবং বেশ কয়েকটি ট্রেনের রুট বদল হতে চলেছে বৃহস্পতিবার একথা ঘোষণা করল উত্তর-পশ্চিম রেলওয়ে কর্তৃপক্ষ। মূলত উত্তর-পশ্চিম রেলওয়ের জয়পুর ডিভিশনের খাটিপুরা স্টেশনে রেললাইনে প্রি-নন ইন্টারলকিং এবং নন-ইন্টারলকিংয়ের কাজ শুরু হতে চলেছে। তার জেরেই এই রুটে চলাচলকারী ট্রেনগুলির রুট বদল করা হচ্ছে।

উত্তর-পশ্চিম রেলওয়ে সূত্রে খবর, আগামী ৮ জানুয়ারি থেকে জয়পুর ডিভিশনের খাটিপুরা স্টেশনে রেললাইনে প্রি-নন ইন্টারলকিং এবং নন-ইন্টারলকিংয়ের কাজ শুরু হচ্ছে। একমাস অর্থাৎ আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত রেললাইনের কাজ চলবে। তার জেরেই দুটি ট্রেন বাতিল করা হচ্ছে এবং বেশ কয়েকটি ট্রেনের রুট বদল করা হচ্ছে। কোন-কোন ট্রেন বাতিল ও কোন-কোন ট্রেনের রুট বদল হল দেখে নেওয়া যাক একনজরে…

১২৪৯৫ বিকানের-কলকাতা এক্সপ্রেস আগামী ১৯ জানুয়ারি বাতিল করা হয়েছে। আবার ১২৪৯৬ কলকাতা-বিকানের এক্সপ্রেস আগামী ২০ জানুয়ারি বাতিল করা হয়েছে।

যে ট্রেনগুলির রুট বদল করা হয়েছে, একনজরে…
আগামী ২০ জানুয়ারির ১২৯৮৮ আজমের-শিয়ালদহ এক্সপ্রেস জয়পুর-বান্দিকুই-ভরতপুরের বদলে জয়পুর-সাওয়াই মাধোপুর হয়ে যাবে। আবার আাগামী ২১ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত ১২৯৮৮ আজমের-শিয়ালদহ এক্সপ্রেস কনকপুরায় ২০ মিনিট থামবে।

রেললাইনে প্রি-নন ইন্টারলকিং এবং নন-ইন্টারলকিংয়ের কাজের জন্যই আজমের-শিয়ালদহ এক্সপ্রেসের রুট বদল করা হচ্ছে। তার ফলে যাত্রীরা যে কিছুটা সমস্যায় পড়বেন তা বলা বাহুল্য। এর জন্য দুঃখ প্রকাশ করেছে উত্তর-পশ্চিম রেলওয়ে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গত বছরও নন ইন্টারলকিং কাজের জন্য পূর্ব রেলওয়ের ব্যান্ডেল ডিভিশনে বেশ কিছুদিন স্বাভাবিক ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছিল। প্রায় দিনই বহু ট্রেন বাতিল থাকত এবং অনেক ট্রেনের রুট কাটছাঁট করা হয়েছিল। সেই সময় চরম ভোগান্তির শিকার হয়েছিলেন নিত্যযাত্রীরা। মূলত, পরিকাঠামো উন্নয়নের জন্যই ট্রেনের রুটে এই বদল করা হচ্ছে বলে রেলের তরফে জানানো হয়েছে।