কলকাতা : হাওয়া অফিসের (Weather Office) তথ্য বলছে বিগত ৫৩ বছরের মধ্যে ২০২২ সালেই ‘উষ্ণতম’ ছিল ডিসেম্বরের দ্বিতীয়ার্ধ। একইসঙ্গে ২০১৫ সালের পর ২০২৩ সালেই প্রথম। বিগত আট বছরের মধ্যে উষ্ণতম বর্ষবরণের সাক্ষী থেকেছে কলকাতাবাসী (Kolkata)। সহজ কথায় বিশ্ব উষ্ণায়নের (Global Warming) দাপট চলছেই। তাপমাত্রার পারা বছরভর ঊর্ধ্বমুখী ছিল গোটা ভারতে। তার জেরেই তপ্ত বাইশে ভেঙেছে অতীতের বহু রেকর্ড। নয়া রেকর্ডের হাত ধরে দেশে পঞ্চম উষ্ণতম বছরের তকমা পেল ২০২২। প্রথম চারে ২০১৬, ২০০৯, ২০১৭, ২০১০। পঞ্চম স্থানে ছিল ২০২১। উষ্ণ বাইশের ধাক্কায় ২০২১ চলে গেল ষষ্ঠ স্থানে।
বাইশের ডিসেম্বর ছিল ১২২ বছরের মধ্যে ‘উষ্ণতম’, আগেই জানিয়েছে মৌসম ভবন। তবে হাওয়া অফিসের তথ্য বলছে শুধু একাই তপ্ত ছিল না শীতের ডিসেম্বর। স্বাভাবিকের থেকে গরম বেশি ছিল বছরের শুরু থেকেই। আর তারজেরেই পিছনে পড়েছে একুশের রেকর্ড। তথ্য বলছে, বিংশ শতাব্দীর গোড়া থেকে মৌসম ভবনের হিসাব-নিকেশ শুরুর পর থেকে স্বপ্নাতীতভাবে বেড়েছে ধরাধামের তাপমাত্রা। কখনও বড় লাফ, কখনও ছোট, তবে সামগ্রিকভাবে এক শতাব্দীজুড়ে গরম বেড়েছে পৃথিবীর শরীরে। মাত্রাতিরিক্ত দূষণের জেরে খোলা হাতে ব্যাট চালিয়েছে বিশ্ব উষ্ণায়ন। গলছে আলাস্কার বরফ, হিমালয়ের চূড়া। হারিয়েছে প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য। মরসুমের হিসাব-নিকেশ উল্টেপাল্টে দিয়ে খামখেয়ালি বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত হয়েছে চাষাবাদ। কখনও হানা দিয়েছে খরা, কখনও আবার বন্যায় ভেসেছে মানুষ। পৃথিবীর বুক থেকে চিরতরে বিদায় নিয়েছে অগুনতি প্রাণী। তবে তথ্য বলছে, একবিংশ শতাব্দীর শুরু থেকে সবথেকে বেশি তাপ বেড়েছে পৃথিবীর। বেড়েছে উষ্ণতার মাত্রা। বড়সড় জলবায়ু পরিবর্তনের সাক্ষী থেকেছে ভারতও।
২০১৬ সালে ভারতে বছরভর স্বাভাবিক গড় তাপমাত্রা যা থাকার কথা ছিল তার থেকে ওই বছর ০.৭১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল বছরের গড় তাপমাত্রা। তার আগে সর্বাধিক তাপমাত্রা দেখা গিয়েছিল ২০০৯ ও ২০১০ সালে। একইচিত্র দেখা গিয়েছে ২০১৯ সালে। ২০২১ সালে ০.৪৪ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায় ভারতের গড় তাপমাত্রা। এবার সেই রেকর্ডও ভেঙে গিয়েছে ২০২২ সালে। তামপাত্রা বেড়েছে ০.৫১ ডিগ্রি সেলসিয়াস।