TET Agitation: আজই ধরনার শেষ দিন, অবশেষে অবস্থান তুলছেন চাকরিপ্রার্থীরা

Soma Das | Edited By: Soumya Saha

Feb 04, 2024 | 10:21 AM

Job Seekers Agitation: অবস্থানরত চাকরিপ্রার্থীদের বক্তব্য, তাঁদের বলা হয়েছিল আইনি জটিলতা কেটে যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে নিয়োগের ব্যবস্থা করা হয়। কিন্তু, তিন দিন অতিক্রান্ত, আদালতের হস্তক্ষেপে আইনি জটিলতা কেটে গিয়েছে। তবে তাঁদের হাতে এখনও কোনও ইন্টারভিউয়ের নোটিস আসেনি। সেই নিয়ে তাঁদের মনে আক্ষেপ রয়েই গেল।

TET Agitation: আজই ধরনার শেষ দিন, অবশেষে অবস্থান তুলছেন চাকরিপ্রার্থীরা
করুণাময়ীতে ধরনা অবস্থান
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: নিয়োগের দাবিতে গত চার দিন ধরে ধরনা-আন্দোলনে বসেছিলেন চাকরিপ্রার্থীরা। ২০২২ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের টানা চার দিনের অবস্থান-ধরনার আজ শেষ দিন। পুলিশের তরফে প্রথমে ধরনায় বসার অনুমতি মেলেনি। শেষে আদালতের দ্বারস্থ হয়ে ধরনায় বসার অনুমতি পায় চাকরিপ্রার্থীরা। আদালতের অনুমতি ছিল ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। সেই মতো ১ ফেব্রুয়ারি থেকেই সল্টলেকে করুণাময়ীতে ধরনা অবস্থানে বসেন তাঁরা। আবার আদালতের অনুমতি অনুযায়ী আজ দুপুর ১টার মধ্যেই ধরনা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ২০২২ প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা।

অবস্থানরত চাকরিপ্রার্থীদের বক্তব্য, তাঁদের বলা হয়েছিল আইনি জটিলতা কেটে যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে নিয়োগের ব্যবস্থা করা হয়। কিন্তু, তিন দিন অতিক্রান্ত, আদালতের হস্তক্ষেপে আইনি জটিলতা কেটে গিয়েছে। তবে তাঁদের হাতে এখনও কোনও ইন্টারভিউয়ের নোটিস আসেনি। সেই নিয়ে তাঁদের মনে আক্ষেপ রয়েই গেল। এমনকী তাঁরা যে করুণাময়ীতে বসে আছেন ধরনায়, ১ তারিখ থেকে এখনও পর্যন্ত কোনও সরকারি আধিকারিক তাঁদের সঙ্গে দেখা করেননি। সেই ক্ষোভও শোনা গেল তাঁদের গলায়।

আন্দোলনরত চারকিপ্রার্থীদের দাবি, তাঁদের অতীতে জানানো হয়েছিল ৫০ হাজার শূন্যপদ রয়েছে। সেগুলিতে কেন নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে না? সেই নিয়েই প্রশ্ন তাঁদের। আদালতের অনুমতি মতো, আজ পর্যন্তই ধরনার অনুমতি রয়েছে। তাই আপাতত ধরনা তুলে নিলেও সরকারকে হুঁশিয়ারি দিয়ে চাকরিপ্রার্থীরা বলে রেখেছেন, ৫০ হাজার শূন্যপদের জন্য অবিলম্বে ইন্টারভিউ নোটিস প্রকাশ করতে হবে। নাহলে আগামীতে এর থেকেও বৃহত্তর আন্দোলন হবে বলে জানিয়ে রাখলেন তাঁরা।

প্রসঙ্গত, এর আগে ২০২২ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা কখনও হাজরা মোড়ে অভিযান চালিয়েছেন। কখনও মধ্য কলকাতায় মিছিল করেছেন। আর এবার আদালতের অনুমতি নিয়ে ফেব্রুয়ারির শুরুতেই তাঁরা করুণাময়ী চত্বরে চার দিনের ধরনা অবস্থান করে ফেললেন। আজ ধরনা তুলে নিলেও, পর্ষদের উপর চাপ বানিয়ে রাখলেন ২০২২ সালের টেট পাশ চাকরিপ্রার্থীরা।

Next Article