কলকাতা: ঠান্ডা উধাও। সকালের দিকে কুয়াশায় মোড়া থাকলেও, বেলা বাড়তেই উঠেছে রোদ। যার জেরে গায়ে গরম জামা রাখা দায়। এ দিকে, দিল্লিতে নেমেছে বৃষ্টি। এখন প্রশ্ন তাহলে কি কলকাতাতেও বৃষ্টি হতে পারে? কারণ গত তিন চার দিন ধরে একেবারে ঘ্যানঘ্যানে ওয়েদার। বৃষ্টিও হয়েছে অল্পবিস্তর। তাহলে কি আবার বাড়বে তাপমাত্রা?
আলিপুর আবহাওয়া অফিস বলছে, রবিবার জেলাগুলিতে তাপমাত্রা ১০ ডিগ্রির আশপাশে ঘোরাঘুরি করছে। পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়ায় সকাল থেকে ঠান্ডা অনুভূত হয়েছে। আজ পুরুলিয়ায় তাপমাত্রা ১০.১ ডিগ্রি সেলসিয়াস। বীরভূমের শ্রীনিকেতনের তাপমাত্রা ১০.৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে। বাঁকুড়ার তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় সামান্য নেমেছে তাপমাত্রা। আজ মহানগরীর তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া অফিস আগেই পূর্বাভাস দিয়েছিল, পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলে সাময়িকভাবে আকাশ পরিষ্কার হবে। উত্তরে পশ্চিমী বাতাস জোর পাবে। তবে এই ঠান্ডা মুলত রাতের দিকেই। দিনের বেলা যেহেতু রোদ উঠছে সেই কারণে শীত লাগবে না বললেই চলে। তবে এই ঠান্ডাও বজায় থাকব না। কারণ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। তারই প্রভাব পড়তে শুরু করেছে। আর এর জেরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায়। মূলত, সোমবার উত্তরবঙ্গের জেলাগুলিতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বৃষ্টি হতে পারে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। তবে কলকাতায় বৃষ্টির সম্ভবনা নেই। কিন্তু বজায় থাকবে মেঘলা আবহাওয়া।
কলকাতা: ঠান্ডা উধাও। সকালের দিকে কুয়াশায় মোড়া থাকলেও, বেলা বাড়তেই উঠেছে রোদ। যার জেরে গায়ে গরম জামা রাখা দায়। এ দিকে, দিল্লিতে নেমেছে বৃষ্টি। এখন প্রশ্ন তাহলে কি কলকাতাতেও বৃষ্টি হতে পারে? কারণ গত তিন চার দিন ধরে একেবারে ঘ্যানঘ্যানে ওয়েদার। বৃষ্টিও হয়েছে অল্পবিস্তর। তাহলে কি আবার বাড়বে তাপমাত্রা?
আলিপুর আবহাওয়া অফিস বলছে, রবিবার জেলাগুলিতে তাপমাত্রা ১০ ডিগ্রির আশপাশে ঘোরাঘুরি করছে। পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়ায় সকাল থেকে ঠান্ডা অনুভূত হয়েছে। আজ পুরুলিয়ায় তাপমাত্রা ১০.১ ডিগ্রি সেলসিয়াস। বীরভূমের শ্রীনিকেতনের তাপমাত্রা ১০.৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে। বাঁকুড়ার তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় সামান্য নেমেছে তাপমাত্রা। আজ মহানগরীর তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া অফিস আগেই পূর্বাভাস দিয়েছিল, পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলে সাময়িকভাবে আকাশ পরিষ্কার হবে। উত্তরে পশ্চিমী বাতাস জোর পাবে। তবে এই ঠান্ডা মুলত রাতের দিকেই। দিনের বেলা যেহেতু রোদ উঠছে সেই কারণে শীত লাগবে না বললেই চলে। তবে এই ঠান্ডাও বজায় থাকব না। কারণ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। তারই প্রভাব পড়তে শুরু করেছে। আর এর জেরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায়। মূলত, সোমবার উত্তরবঙ্গের জেলাগুলিতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বৃষ্টি হতে পারে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। তবে কলকাতায় বৃষ্টির সম্ভবনা নেই। কিন্তু বজায় থাকবে মেঘলা আবহাওয়া।