কলকাতা: কলকাতা বিমান বন্দরে যাত্রী বিক্ষোভ। তেজপুরগামী বিমানে দেরি হওয়ায় ক্ষুব্ধ যাত্রীরা। সকাল ৮টা ০৫ মিনিটে বিমানটি তেজপুরের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার কথা থাকলেও বেলা একটায় ছাড়া হবে বলে জানানো হয় সংশ্লিষ্ট বিমান সংস্থার পক্ষ থেকে। এরপরই রাগে ফেটে পড়েন যাত্রীরা।
বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা থেকে যে বিমানটির তেজপুরের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল সেটিতে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। সেই কারণে বিমান সংস্থার পক্ষ থেকে যাত্রীদের জানানো হয়, আটটার বিমান ছাড়া হবে একটা নাগাদ। অর্থাৎ পাঁচ ঘণ্টা দেরিতে। এরপরই ক্ষোভ উগরে দেন বিমান যাত্রীরা।
১০৪ নম্বর গেটের সামনে সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের কর্মীদের সঙ্গে বচসা শুরু হয়। কেন এত দেরিতে ছাড়া হবে বিমান। তা জানতে চান তাঁরা। বিক্ষুব্ধ এক যাত্রী বলেন, “৮টা ০৫ মিনিটে ছাড়ার কথা ছিল। এরপর ওরা বলছে সাড়ে বারোটায় ছাড়বে। এরপর বলছে একটা। এখন আবার বলছে আপনারা ইচ্ছা করলে বাতিল করে দিতে পারেন। এমনকী যাত্রা কানেকটিং বিমানে এসেছিলেন। তাঁরাও দিল্লি থেকে এসে বসে আছেন। আমাদের সময়ের কি কোনও দাম নেই? আর শেষ মুহূর্তে বলছে টিকিট বাতিল করার কথা। কেন করব?”