TV9 বাংলার খবরের জের! বিসি রায় হাসপাতালে চালু ২৪ ঘণ্টার ব্লাড ব্যাঙ্ক পরিষেবা

Sourav Dutta | Edited By: Soumya Saha

Mar 03, 2023 | 3:19 PM

BC Roy Hospital: ২৪ ঘণ্টার জন্য ব্লাড ব্যাঙ্ক পরিষেবা চালু করা হল বিসি রায় শিশু হাসপাতালে। ২৪ ঘণ্টার পরিষেবার জন্য অতিরিক্ত চার জন মেডিক্যাল টেকনোলজিস্টও নিযুক্ত হয়েছেন।

TV9 বাংলার খবরের জের! বিসি রায় হাসপাতালে চালু ২৪ ঘণ্টার ব্লাড ব্যাঙ্ক পরিষেবা
বিসি রায় হাসপাতাল

Follow Us

কলকাতা: টিভি নাইন বাংলার খবরের জের। বিসি রায় শিশু হাসপাতালে (BC Roy Hospital) চালু হল ২৪ ঘণ্টার ব্লাড ব্যাঙ্ক (Blood Bank) পরিষেবা। এতদিন সন্ধ্যা সাতটা পর্যন্ত চালু থাকত পরিষেবা। বুধবার সন্ধ্যার পরে ব্লাড ব্যাঙ্ক বন্ধ থাকার ফলে ভোগান্তির শিকার হয়েছিল আটদিনের সদ্যোজাত। সময়ে রক্ত না পেয়ে শিশুর মস্তিষ্কের কোষের ক্ষতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। সেই খবর প্রকাশিত হয়েছিল টিভি নাইন বাংলায়। এরপর‌ই ২৪ ঘণ্টার জন্য ব্লাড ব্যাঙ্ক পরিষেবা চালু করা হল বিসি রায় শিশু হাসপাতালে। ২৪ ঘণ্টার পরিষেবার জন্য অতিরিক্ত চার জন মেডিক্যাল টেকনোলজিস্টও নিযুক্ত হয়েছেন।

আট দিনের ওই শিশুকন্যাকে বুধবার বনগাঁ থেকে বিসি রায় শিশু হাসপাতালে রেফার করা হয়েছিল। বিসি রায় হাসপাতালে এসে রক্ত না পেয়ে চরম ভোগান্তির শিকার হয়েছিল ওই শিশু। এবার ২৪ ঘণ্টার জন্য ব্লাড ব্যাঙ্ক চালু হয়েছে বিসি রায় হাসপাতালে। প্রথম দিনেই দেখা গেল, সন্ধে সাতটার পরে প্রায় ১১-১২টি রিকিউজিশন এসেছে। ফলে বোঝাই যাচ্ছে, এই প্রয়োজনীয়তা ছিল আগে থেকেই। শেষ পর্যন্ত বনগাঁ থেকে আসা ওই শিশুর রক্তের জন্য নাকাল হওয়ার খবর টিভি নাইন বাংলায় প্রকাশিত হওয়ার পরে চালু হল ২৪ ঘণ্টার জন্য ব্লাড ব্যাঙ্ক।

বিসি রায় শিশু হাসপাতালে যে ব্লাড ব্যাঙ্কটি রয়েছে, সেটি এতদিন সকাল ১০টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত খোলা থাকত। ফলে বুধবার সন্ধের পর ওই শিশুর পরিবারের লোকেরা রক্ত পাননি সেখানে। পরিবারের দাবি ছিল, এরপর তাঁরা রক্তের নমুনা নিয়ে শহরের আরও ৬টি ব্লাড ব্যাঙ্কে ঘোরেন। কিন্তু কোথাও গ্রুপিং করে জানানো হয়নি, ওই শিশুর কোন গ্রুপের রক্ত লাগবে।

এরপর বৃহস্পতিবার সকাল ১০ টা বেজে গেলেও দেখা যায়, কোনও স্বাস্থ্যকর্মী ব্লাড ব্যাঙ্কে আসেননি। শিশুর পরিবারের লোকেদের এই সমস্যার কথা TV9 বাংলার প্রতিনিধি জানান স্বাস্থ্য ভবনে। ফোন করেন স্বাস্থ্য সচিবকেও। তখন থেকেই শুরু হয় তৎপরতা। মিনিট পনেরোর মধ্যেই গ্রুপিং করে রক্তের নমুনা পাঠানো হয় এম আর বাঙ্গুর হাসপাতালে ‘এ’ পজিটিভ রক্ত আনার জন্য। এবার শেষ পর্যন্ত ২৪ ঘণ্টার জন্য ব্লাড ব্যাঙ্ক খোলা হল বিসি রায় শিশু হাসপাতালে।

Next Article