COVID Bulletin: একধাক্কায় আরও অনেকটা কমল করোনা! দৈনিক সংক্রমণ ৩১৯, কোন জেলায় কেমন পরিস্থিতি?

Coronavirus cases in West Bengal: রাজ্যে আরও কিছুটা কমল দৈনিক সংক্রমণ (COVID Cases in West Bengal)। রাজ্য স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিন (COVID Bulletin) অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩১৯ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের।

COVID Bulletin: একধাক্কায় আরও অনেকটা কমল করোনা! দৈনিক সংক্রমণ ৩১৯, কোন জেলায় কেমন পরিস্থিতি?
ছবি সৌজন্যে : PTI
Follow Us:
| Edited By: | Updated on: Feb 18, 2022 | 10:22 PM

কলকাতা: রাজ্যে আরও কিছুটা কমল দৈনিক সংক্রমণ (COVID Cases in West Bengal)। রাজ্য স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিন (COVID Bulletin) অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩১৯ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের। রাজ্যে দৈনিক মৃত্যু গতকালের তুলনায় এক ধাক্কায় অনেকটাই কমে এসেছে। বৃহস্পতিবার রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪৬৭। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৩৫ হাজার ৫৮৩ টি। রাজ্যে বর্তমানে সুস্থতার হার ৯৮.৫৭ শতাংশ। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে শুক্রবার সকাল ৯ টার মধ্যে রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৩৪৬ জন। একইসঙ্গে উত্তর ২৪ পরগনা এবং কলকাতা – উভয় জায়গাতেই দৈনিক সংক্রমণ একশো’র নীচে নেমে এসেছে। পরিস্থিতি এখন মোটের উপর অনেকটাই স্বাভাবিকের পথে।

এক নজরে দেখে নেওয়া যাক রাজ্যের বিভিন্ন জেলার করোনা পরিস্থিতি –

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৩ জন। মৃত্যু: বৃহস্পতিবার -০, শুক্রবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৯ জন। মৃত্যু: বৃহস্পতিবার -০, শুক্রবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ২৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭০ জন। মৃত্যু: বৃহস্পতিবার -০, শুক্রবার-০।

কালিম্পং– গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: বৃহস্পতিবার -০, শুক্রবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬২ জন। মৃত্যু: বৃহস্পতিবার -১, শুক্রবার-২।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩ জন। মৃত্যু: বৃহস্পতিবার -০, শুক্রবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৩ জন। মৃত্যু: বৃহস্পতিবার -০, শুক্রবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫০ জন। মৃত্যু: বৃহস্পতিবার -১, শুক্রবার-০।

মুর্শিদাবাদ–গতকাল আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩২ জন। মৃত্যু: বৃহস্পতিবার -০, শুক্রবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৬ জন। মৃত্যু: বৃহস্পতিবার -৩, শুক্রবার-০।

বীরভূম– গতকাল আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬০ জন। মৃত্যু: বৃহস্পতিবার -০, শুক্রবার-১।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯ জন। মৃত্যু: বৃহস্পতিবার -১, শুক্রবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৫ জন। মৃত্যু: বৃহস্পতিবার -০, শুক্রবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪ জন। মৃত্যু: বৃহস্পতিবার -০, শুক্রবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৫ জন। মৃত্যু: বৃহস্পতিবার -০, শুক্রবার-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩ জন। মৃত্যু: বৃহস্পতিবার -১, শুক্রবার-১।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৪ জন। মৃত্যু: বৃহস্পতিবার -০, শুক্রবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৫ জন। মৃত্যু: বৃহস্পতিবার -০, শুক্রবার-০।

হাওড়া– গতকাল আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫২ জন। মৃত্যু: বৃহস্পতিবার -১, শুক্রবার-০।

হুগলি– গতকাল আক্রান্ত ২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৯ জন। মৃত্যু: বৃহস্পতিবার -২, শুক্রবার-০।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৭৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০৬ জন। মৃত্যু: বৃহস্পতিবার -১, শুক্রবার-৫।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৯ জন। মৃত্যু: বৃহস্পতিবার -২, শুক্রবার-০।

কলকাতা– গতকাল আক্রান্ত ৬৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১২ জন। মৃত্যু: বৃহস্পতিবার -২, শুক্রবার-৪।

আরও পড়ুন : Mamata Banerjee: শুধুই দলের প্রচার! কোনও ব্যক্তি প্রচার নয়… সোশ্যাল মিডিয়ায় কড়াকড়ি মমতার