কলকাতা: ভর সন্ধ্যায় সিগন্যালে সমস্যা দেখা গিয়েছিল শ্যামবাজার স্টেশনে। মাঝ রাস্তাতেই থমকে গিয়েছিল মেট্রোর চাকা। শুক্রবার সন্ধ্যায় এ ছবিই দেখতে পাওয়া গিয়েছিল কলকাতায়। দীর্ঘ সময় শুধুমাত্র কবি সুভাষ থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মেট্রো চালাচল করে। পুজোর বাজারে বেরিয়ে বেকায়দায় পড়ে যান আম-আদমি। এদিকে পুজোর মুখে ভিড় সামাল দিতে প্রাক পুজো স্পেশ্যাল মেট্রো চলছে গত মাস থেকেই। প্রতি শনি ও রবিবার পাওয়া যাচ্ছে এই পরিষেবা। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত মিলবে এই পরিষেবা। এরপর পুজোর সময়েও রাতভর চলবে স্পেশ্যাল মেট্রো। কিন্তু, কে জানত মহালয়ার দিনেই ভিড়ের দিনে রেকর্ড তৈরি করে ফেলবে কলকাতা মেট্রো।
মেট্রো সূত্রে খবর, পুজোর মুখে মেট্রোয় দৈনিক প্রায় ৭ লক্ষ যাত্রীর পা পড়ছে। এদিন বিকাল ৫টা পর্যন্ত নর্থ-সাউথ করিডর অর্থাৎ দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো স্টেশনগুলিতে ৪ লক্ষ মানুষ যাতায়াত করেছেন। শুধুমাত্র দমদমে পা পড়েছে ৪০ হাজার মানুষের। যা ব্লু লাইনের সমস্ত স্টেশনের মধ্যে সর্বোচ্চ। দমদম, এসপ্ল্যানেড, শোভাবাজার-সুতানুটি, রবীন্দ্র সদন স্টেশনগুলিতে পুজোর মুখে সবথেকে বেশি লোক সমাগম দেখতে পাওয়া যাচ্ছে বলে মেট্রো সূত্রে খবর।
প্রসঙ্গত, কলকাতায় ইতিমধ্যে একাধিক পুজো মণ্ডপের দরজা খুলে গিয়েছে। উদ্বোধন হয়ে গিয়েছে শ্রীভূমির মতো বিগ বাজেটের পুজোগুলির। তবে শুধু যে পুজোর আমেজ এমনটাই নয়, এদিন আবার বিশ্বকাপের মহারণে রয়েছে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। যার উন্মাদনার ছাপও দেখতে পাওয়া যায় মেট্রো স্টেশনগুলিতে।