কলকাতা: যাঁরা দিনের পর দিন টাকা নিয়ে চাকরি বিক্রি করেছেন, তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে এবার আদালত কাঠগড়ায় তুলল সেই সব শিক্ষকদের, যাঁদের বিরুদ্ধে টাকা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে। বেআইনিভাবে চাকরি পাওয়ার অভিযোগে এমনই চার শিক্ষককে তলব করা হয়েছিল বিশেষ সিবিআই আদালতে। কেন এই শিক্ষকদের জামিন দেওয়া হবে, সে বিষয়ে আইনজীবীদের কাছে জানতে চান বিচারক।
পুরোদমে নিয়োগ দুর্নীতির তদন্ত চলছে গত কয়েক মাস ধরে। গোয়েন্দাদের জালে ধরা পড়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে প্রাক্তন তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষ সহ অনেকেই। মূল অভিযোগ, বিভিন্ন এজেন্টের মাধ্যমে কিছু ব্যক্তি চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছেন। স্কুল সার্ভিস কমিশন থেকে প্রাথমিক, সর্বত্রই এমন অভিযোগ উঠেছে।
প্রাথমিক নিয়োগ সংক্রান্ত এরমকই একটি মামলায় চার শিক্ষককে সাক্ষী হিসেবে উল্লেখ করেছিল তদন্তকারী সংস্থা সিবিআই। কিন্তু আদালত বলে, যাঁরা চাকরি পেয়েছেন, তাঁরাও একইভাবে অভিযুক্তি। সেই যুক্তিতে আদালতই চার শিক্ষককে তলব করেছিল। সোমবায় হাজিরা দেন তাঁরা।
মামলার শুনানিতে বিচারক শিক্ষকদের আইনজীবীকে বলেন, “আপনার মক্কেলদের কেন জামিন দেওয়া হবে? পার্থ চট্টোপাধ্যায় বা কুন্তল ঘোষ নিশ্চই আপনার মক্কেলের কাছে যাননি?” বিচারকের মন্তব্য, “এঁরাই তাঁরা, যাঁদের জন্যে এতগুলো মানুষ ভুগছে।” এখনও পর্যন্ত আইনজীবীদের তরফে কোনও উত্তর মেলেনি। শুনানি শেষ হওয়ার পর রায়দান করবে আদালত। এদিকে, নিয়োগ দুর্নীতির অপর একটি মামলায় এদিন পার্থ চট্টোপাধ্যায়কেও আদালতে তোলা হয়েছিল।