Kolkata Airport: বিমানে ওঠার আগেই কলকাতা বিমানবন্দরে হইচই, যাত্রীরা দেখেন…

Ranjit Dhar | Edited By: সায়নী জোয়ারদার

Sep 10, 2024 | 1:46 PM

Dumdum: বিমানবন্দর সূত্রে খবর, ওই যাত্রীর ভার্টিগো রয়েছে। ভার্টিগো মূলত মাথা ঘোরার সমস্যা। বিভিন্ন কারণে এই সমস্যা হতে পারে। এর জেরে শরীরের ভারসাম্য ব্যাহত হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে কানের ভিতরের কোনও সমস্যার কারণে ভার্টিগো হয়।

Kolkata Airport: বিমানে ওঠার আগেই কলকাতা বিমানবন্দরে হইচই, যাত্রীরা দেখেন...
কলকাতা বিমানবন্দর।

Follow Us

কলকাতা: প্লেন ধরার তাড়াহুড়ো যাত্রীদের। সিকিউরিটি চেকিংয়ের পর বিমানের দিকে এগোচ্ছেন যাত্রীরা। আচমকাই বিকট শব্দ, যাত্রীদের হইহই। দেখা যায়, এক যাত্রী বিমানবন্দরের মেঝেতে পড়ে। এই ঘটনা ঘিরে সোমবার কলকাতা বিমানবন্দরে চাঞ্চল্য ছড়ায়।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

কলকাতা থেকে হায়দরাবাদগামী ইন্ডিগোর ৬ই ৬৫২৮ বিমান ধরার কথা ছিল বছর ৪৩-এর ওই যাত্রীর। তাঁরই পিছনে আরও দু’জন ছিলেন। গেটে সিকিউরিটি চেকিংয়ের পর তিনজন যাত্রী বিমানবন্দরে প্রবেশ করেন।

এর কিছু পরই হঠাৎই এক যাত্রী মেঝেতে পড়ে যান। চিৎকার চেঁচামেচিতে ছুটে আসেন সকলে। খবর দেওয়া হয় বিমানবন্দরে নিযুক্ত মেডিক্যাল টিমকেও। তারাই প্রাথমিক চিকিৎসা করে।

বিমানবন্দর সূত্রে খবর, ওই যাত্রীর ভার্টিগো রয়েছে। ভার্টিগো মূলত মাথা ঘোরার সমস্যা। বিভিন্ন কারণে এই সমস্যা হতে পারে। এর জেরে শরীরের ভারসাম্য ব্যাহত হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে কানের ভিতরের কোনও সমস্যার কারণে ভার্টিগো হয়। সাধারণত পেরিফেরাল ভার্টিগোরই শিকার হন মানুষ। কানের সমস্যা থেকে হতে পারে। আবার ভেস্টিবুলার নার্ভও এই সমস্যার কারণ। ওই বিমান যাত্রীর অন্য শারীরিক সমস্যাও ছিল। শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর উড়ানের উপযুক্ত বলে জানান ডাক্তাররা। এরপরই দুই সহযাত্রীর সঙ্গে হায়দরাবাদের বিমানে রওনা দেন ওই যাত্রী।

 

Next Article