Road Safety: একমাসে ৫ দুর্ঘটনায় ফুঁসছেন বাসিন্দারা, সাধারণ মানুষকেই দায়ী করলেন চেয়ারম্যান

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 24, 2023 | 6:13 PM

Road Safety: স্থানীয় মানুষজনের বক্তব্য, বিধায়ক বা প্রশাসন কোনও তরফেই কোনও নজর দেওয়া হচ্ছে না। অভিযোগ, এত বড় একটা রাস্তায় কোনও সিগন্যালের ব্যবস্থা নেই।

Road Safety: একমাসে ৫ দুর্ঘটনায় ফুঁসছেন বাসিন্দারা, সাধারণ মানুষকেই দায়ী করলেন চেয়ারম্যান

Follow Us

বজবজ: বজবজের সঙ্গে কলকাতার সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ রাস্তা বজবজ ট্রাঙ্ক রোড। জিনজিরা বাজার থেকে একেবারে বজবজ পর্যন্ত চলে গিয়েছে এই রাস্তা। আর সেই রাস্তাই দিনে দিনে মরণফাঁদে পরিণত হয়েছে, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। জিনজিরা বাজার থেকে বাটামোড় পর্যন্ত প্রায় সাড়ে সাত কিলোমিটার রাস্তার বেহাল দশা নিয়ে অভিযোগ জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা নিয়ে পথ চলতে হয় সাধারণ মানুষকে। পরপর গত রবিবার ও সোমবার দুটি দুর্ঘটনা ঘটেছে। দুজনের মৃত্যুও হয়েছে দুর্ঘটনায়।

স্থানীয় মানুষজনের বক্তব্য, বিধায়ক বা প্রশাসন কোনও তরফেই কোনও নজর দেওয়া হচ্ছে না। অভিযোগ, এত বড় একটা রাস্তায় কোনও সিগন্যালের ব্যবস্থা নেই, পাশাপাশি সার্জেন্ট বা পুলিশ প্রশাসনেরও দেখা মেলে না। হেলমেট ছাড়া বাইক আরোহীরা বাইক চালান বলেও অভিযোগ। রাস্তার ওপর সে সব দেখার জন্য নেই কোনও নজরদারি।

বিগত এক মাসে এই বজবজ ট্রাঙ্ক রোডের ওপরেই প্রায় চার থেকে পাঁচটি দুর্ঘটনা ঘটেছে। এছাড়া ছোট খাটো দুর্ঘটনা লেগেই রয়েছে। রাস্তার বিভিন্ন জায়গায় ১৫ ফুটেরও বেশি বড় গর্তে জল জমে রয়েছে এবং ইট দিয়ে রাস্তা সরাই করা রয়েছে।

মহেশতলা পুরসভার ভাইস চেয়ারম্যান আবু তাহের মোল্লার বক্তব্য, চেষ্টা করা হচ্ছে। যত শীঘ্র সম্ভব এই রাস্তা সারাই করে দেওয়া হবে, কিন্তু মানুষকে সচেতন হতে হবে। কলকাতায় ট্র্যাফিকের এত নিয়মকানুন রয়েছে, তাহলে মহেশতলায় নেই কেন? এই প্রশ্ন করা হলে, আবু তাহের মোল্লা বলেন, আসলে এটা গ্রাম অঞ্চল। সাধারণ মানুষ এখানে নিয়ম মানেন না। সাধারণ মানুষের নিয়ম না মানার বিষয়টাকেই দায়ী করছেন তিনি। সিগন্যাল বা পুলিশ সার্জেন্টের উপস্থিতি নিয়ে কোনও সদুত্তর দিতে পারেননি তিনি।

Next Article