Kolkata Airport: শাহজালাল বিমানবন্দরে ঘন কুয়াশা, পরপর ৮ বিমান ফিরল কলকাতায়

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 28, 2022 | 11:26 AM

Kolkata Airport: এদিন সকাল থেকেই কুয়াশায় ঢেকেছিল শহর কলকাতাও। তবে কলকাতার বিমান পরিষেবায় তেমন কোনও প্রভাব পড়েনি বলেই জানা যাচ্ছে।

Kolkata Airport: শাহজালাল বিমানবন্দরে ঘন কুয়াশা, পরপর ৮ বিমান ফিরল কলকাতায়

Follow Us

কলকাতা: গত কয়েকদিন ধরেই কুয়াশার (Fog) চাদরে ঢাকছে রাজ্যের বিভিন্ন জায়গা। বিমান পরিষেবাতেও তার প্রভাব পড়ছে। আর বুধবার বাংলাদেশ (Bangladesh) বিমানবন্দরে দৃশ্যমানতা কম থাকার কারণে ৮ টি আন্তর্জাতিক বিমান ঘুরিয়ে অবতরণ করানো হল কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport)। এদিন সকাল থেকেই কুয়াশায় ঢেকেছিল শহর কলকাতাও। তবে কলকাতার বিমান পরিষেবায় তেমন কোনও প্রভাব পড়েনি বলেই জানা যাচ্ছে।

জানা গিয়েছে, বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দৃশ্যমানতা কম থাকায় সব বিমান ঘুরিয়ে দেওয়া হয়। কুয়েত থেকে ঢাকাগামী জাজিরা এয়ারওয়েজের জে৯ ৫৩৩ বিমানটি ১৬৭ জন যাত্রী ও ৬ জন ক্রু-কে নিয়ে অবতরণ করে ভোর ৫ টা আট মিনিটে। কুয়ালালামপুর থেকে ঢাকাগামী বিমান বিএস ৩১৮-তে ছিলেন ১৬১ জন যাত্রী ও ৬ জন কেবিন ক্রু, কলকাতা থেকে ঢাকাগামী ইন্ডিগো বিমানে ছিলেন ১৬৮ জন যাত্রী ৬ জন কেবিন ক্রু, জাজিরা এয়ার ওয়েজের কুয়েত থেকে ঢাকাগামী বিমানে ছিলেন ১৬৫ জন যাত্রী ৬ জন কেবিন ক্রু, আমেরিকা থেকে থেকে ঢাকাগামী বিমানে ১২৭ জন যাত্রী ৬ জন কেবিন ক্রু ছিলেন, আলফ এয়ার ওয়েজের বিমান একটি বাহারিন থেকে ঢাকা যাচ্ছিল ১৮২ জন যাত্রী ও ৬ জন কেবিন ক্রুকে নিয়ে। এছাড়া সালাম এয়ারওয়েজের বিমান মাস্কাট থেকে ঢাকা যাচ্ছিল ১৬২ জন যাত্রী নিয়ে, ১৫৮ জন যাত্রী নিয়ে অন্য একটি বিমান কুয়ালালামপুর থেকে ঢাকা যাচ্ছিল।

সবকটি বিমান যাত্রী নিয়ে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে রয়েছে। আবহাওয়ার উন্নতি হলে বিমানগুলি ঢাকার উদ্দেশে রওনা দেবে বলে বিমানবন্দর সূত্রের খবর।

বুধবার সকাল থেকেই ঘন কুয়াশার কারণে বিমান পরিষেবা ব্যহত হয় কলকাতা বিমানবন্দরে। সকাল ৭ টা নাগাদ এয়ারপোর্টের দৃশ্যমানতা ৯০০ মিটারে নেমে আসে। এর ফলে ধীরগতিতে বিমান ওঠানামা করছিল। বিমান পরিষেবা স্বাভাবিক রাখতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে বিমানবন্দর কর্তৃপক্ষ।

Next Article