Abhishek Banerjee: অভিষেকের সেবাশ্রয়ের হাত ধরে বিনামূল্যে ১২ ঘণ্টার ওপেন হার্ট সার্জারি, মুখে হাসি ফুটছে ৯ বছরের আলতাফের পরিবারের

সৌরভ গুহ | Edited By: জয়দীপ দাস

Jan 17, 2025 | 7:52 PM

Abhishek Banerjee: খবর পাওয়া মাত্রই দ্রুত অ্যাকশনের সিদ্ধান্ত নেন অভিষেক। ঠিক হয় সমস্যা আরও বাড়ার আগেই দ্রুত চিকিৎসা করা হবে। বিনামূল্যে যাতে সেই চিকিৎসা হয় সেটাও দেখেন। সূত্রের খবর, এদিনই ৯ বছরের আলতাফের ১২ ঘণ্টার ওপেন-হার্ট সার্জারি হচ্ছে জেআইএমএসে (জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস)।

Abhishek Banerjee: অভিষেকের সেবাশ্রয়ের হাত ধরে বিনামূল্যে ১২ ঘণ্টার ওপেন হার্ট সার্জারি, মুখে হাসি ফুটছে ৯ বছরের আলতাফের পরিবারের
বড় উদ্যোগ অভিষেকের
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: ডায়মন্ড হারবারে চলছে অভিষেকের সেবাশ্রয়। তা নিয়েই এখন বিস্তর চর্চা বঙ্গ রাজনীতির আঙিনায়। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যখন গুচ্ছ গুচ্ছ প্রশ্ন তুলছেন বিরোধীরা সেখানে অভিষেকের সেবাশ্রয়ে মানুষের বিপুল সাড়া যেন নতুন করে অক্সিজেন দিচ্ছে ঘাসফুল শিবির। এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের। এবার সেই সেবাশ্রয়ের হাত ধরেই হচ্ছে ৯ বছরের শিশুর ওপেন হার্ট সার্জারি। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ই শিশুটির জন্য সেবাশ্রয়ের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছেন। 

সূত্রের খবর, সম্প্রতি বাবার সঙ্গে সেবাশ্রয়ে গিয়েছিল ৯ বছরের আলতাফ হোসেন ঘরামি। সেখানেই তার হার্টের সমস্যা ধরা পড়ে। রিপোর্ট দেখে শিবিরের চিকিৎসকরা আলতাফকে ডায়মণ্ড হারবারের এসডিও গ্রাউন্ডের মডেল ক্যাম্পে উন্নত পর্যালোচনার জন্য পাঠান। যদিও তখনও পুরো রোগ ধরা পড়েনি। পরবর্তীতে জানা যায় আলতাফের হৃদপিন্ডে একটি ছিদ্র (সায়ানোটিক হার্ট ডিজিজ) রয়েছে। দ্রুত বিষয়টি জানানো হয় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা ডায়মন্ড হারাবারের সাংসাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 

খবর পাওয়া মাত্রই দ্রুত অ্যাকশনের সিদ্ধান্ত নেন অভিষেক। ঠিক হয় সমস্যা আরও বাড়ার আগেই দ্রুত চিকিৎসা করা হবে। বিনামূল্যে যাতে সেই চিকিৎসা হয় সেটাও দেখেন। সূত্রের খবর, এদিনই ৯ বছরের আলতাফের ১২ ঘণ্টার ওপেন-হার্ট সার্জারি হচ্ছে জেআইএমএসে (জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস)। অভিষেকের সিদ্ধান্ত স্বভাবতই খুশি আলতাফের পরিবার।  

Next Article