Cataract Operation: ছানি কাটাতে গিয়ে এ কেমন বিপত্তি? স্বাস্থ্য ভবন বসল বৈঠকে

Sourav Dutta | Edited By: সায়নী জোয়ারদার

Jul 05, 2024 | 11:11 AM

Cataract Operation: স্বাস্থ্য ভবনের খবর, প্রাথমিক রিপোর্টে সংক্রমণের কারণ অস্পষ্ট। সূত্রের দাবি, রিপোর্টে বলা হয়েছে, সংক্রমণের কারণ হতে পারে ছত্রাক। অপারেশনে ব্যবহৃত ফ্লুইড থেকে ছত্রাক তৈরির সম্ভাবনা রয়েছে বলেও সূত্রের দাবি। তবে এটাই সংক্রমণের সুনিশ্চিত কারণ নয়, দাবি স্বাস্থ্য ভবনের।

Cataract Operation: ছানি কাটাতে গিয়ে এ কেমন বিপত্তি? স্বাস্থ্য ভবন বসল বৈঠকে
ছানি কাটাতে গিয়ে কেন বিপত্তি? কারণ খুঁজছে স্বাস্থ্য ভবন।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: চোখে বিপদের কারণ খুঁজতে স্বাস্থ্য ভবনে বসল বৈঠক। বৈঠক হয় স্বাস্থ্য ভবনে। অভিযোগ, ছানি কাটাতে গিয়ে দৃষ্টিশক্তি‌র ক্ষতি হয় ১৬ জনের। যা ঘিরে তোলপাড় শুরু হয়। মেটিয়াবুরুজের একটি হাসপাতালে গত সপ্তাহে ৪৪ জনের অস্ত্রোপচার হয়েছে। অভিযোগ, এক হাসপাতালে ৪৪ জনের মধ্যে ১৬ জন সংক্রমিত কীভাবে হলেন?

সংক্রমণের সুনিশ্চিত কারণ এখন‌ও অজানা স্বাস্থ্য ভবনের। এদিন বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করে স্বাস্থ্য সচিব। স্বাস্থ্য ভবনের খবর, প্রাথমিক রিপোর্টে সংক্রমণের কারণ অস্পষ্ট। সূত্রের দাবি, রিপোর্টে বলা হয়েছে, সংক্রমণের কারণ হতে পারে ছত্রাক। অপারেশনে ব্যবহৃত ফ্লুইড থেকে ছত্রাক তৈরির সম্ভাবনা রয়েছে বলেও সূত্রের দাবি। তবে এটাই সংক্রমণের সুনিশ্চিত কারণ নয়, দাবি স্বাস্থ্য ভবনের। মেটিবুরুজ কাণ্ডের পুনরাবৃত্তি ঠেকাতে শুক্রবার রাজ্যের ১০৪টি চক্ষু হাসপাতালের সঙ্গে বৈঠক করে স্বাস্থ্য ভবন। ভিডিয়ো কনফারেন্স হয়।

রাজ্যে একটি সরকারি হাসপাতালে ছানি অপারেশন করাতে গিয়ে বিপাকে পড়েন রোগীরা। অভিযোগ ওঠে, গত শুক্রবার ও শনিবার বেশ কয়েকজন রোগীর ছানি অপারেশন হয়েছিল মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালে। রোগীর আত্মীয়রা দাবি করেন, সেই অস্ত্রোপচারের পরই চোখের সমস্যা দেখা দেয় অনেকের। এই ঘটনার পরই স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানান, “১৬জন রোগীকে রিজিওনাল ইনস্টিটিউট অব অবথ্যালমোলজিতে ভর্তি করানো হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। কীভাবে এটি ঘটল, তা দেখা হচ্ছে।”

Next Article