Kolkata Metro: এ সপ্তাহে পরপর দু’দিন বন্ধ থাকবে মেট্রো

Sayanta Bhattacharya | Edited By: সায়নী জোয়ারদার

Feb 20, 2024 | 2:24 PM

Kolkata Metro: অপারেশন কন্ট্রোল শিফটিংয়ের জন্য শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এবং শনিবার (২৪ ফেব্রুয়ারি) ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা (শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ এবং সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ) সম্পূর্ণ বন্ধ থাকবে। ইতিমধ্যেই কলকাতা মেট্রো কর্তৃপক্ষ তা জানিয়ে দিয়েছে।

Kolkata Metro: এ সপ্তাহে পরপর দুদিন বন্ধ থাকবে মেট্রো
ফাইল চিত্র
Image Credit source: kolkata Metro

Follow Us

কলকাতা: সপ্তাহের দ্বিতীয় কর্মব্যস্ত দিনে চরম ভোগান্তিতে মেট্রো যাত্রীরা। মঙ্গলবার ঘণ্টাখানেকের বেশি সময় মেট্রো চলাচল ব্যাহত হয়। এদিন ব্লু লাইনে সকাল ১০টা ১৫ নাগাদ পার্ক স্ট্রিট থেকে এসপ্লানেডের মাঝে আচমকা আলোর ফুলকি দেখা যায়। মোটরম্যান এই ফুলকি দেখতে পেয়ে বিষয়টি সংশ্লিষ্ট জায়গায় জানান। লাইনে কোনও ত্রুটি রয়েছে কি না তা খতিয়ে দেখা শুরু হয়। অন্যদিকে চলতি সপ্তাহে পর পর দু’দিন বন্ধ থাকবে মেট্রো। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ এবং সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে শুক্রবার ও শনিবার।

আজ মঙ্গলবার মেট্রোর লাইনে আলোর ফুলকি দেখা যাওয়ার কারণে থমকে যায় মেট্রো চলাচল। অফিস টাইমে চরম সমস্যায় পড়তে হয় যাত্রীদের। প্রাথমিকভাবে ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে পরিষেবা। এদিন যখন এই বিভ্রাট হয়, বিভিন্ন স্টেশনে থিক থিক করছে যাত্রীদের ভিড়। যাত্রীদের কাছে খুব একটা স্পষ্ট ছিল না কেন এই বিড়ম্বনা। মাইকিং হলেও খুব স্পষ্ট কানে আসছিল না বলেও যাত্রীদের অভিযোগ।

অন্যদিকে অপারেশন কন্ট্রোল শিফটিংয়ের জন্য শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এবং শনিবার (২৪ ফেব্রুয়ারি) ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা (শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ এবং সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ) সম্পূর্ণ বন্ধ থাকবে। ইতিমধ্যেই কলকাতা মেট্রো কর্তৃপক্ষ তা জানিয়ে দিয়েছে।

Next Article