Marketing and advertising event: কলকাতায় ২ দিনের বিপণন ও বিজ্ঞাপন ইভেন্ট, থাকবেন বিশিষ্টজনরা

Nov 16, 2024 | 9:49 PM

Marketing and advertising event: ফ্যাশন শোর বিচারকের আসনে থাকবেন অভিনেত্রী তথা মডেল প্রান্তিকা দাস। থাকবেন অভিনেত্রী মধুমিতা সরকার ও কনটেন্ট ক্রিয়েটর নিরঞ্জন মণ্ডল।

Marketing and advertising event: কলকাতায় ২ দিনের বিপণন ও বিজ্ঞাপন ইভেন্ট, থাকবেন বিশিষ্টজনরা
প্রতীকী ছবি
Image Credit source: Pixabay

Follow Us

কলকাতা: কলকাতায় ২ দিনের মার্কেটিং ও বিজ্ঞাপন ইভেন্টের আয়োজন করছে একটি ইনস্টিটিউশন। ‘অ্যাড আড্ডা’ নামে ওই ইভেন্টের সূচনা হবে ১৯ নভেম্বর। চলবে ২০ নভেম্বর পর্যন্ত। মার্কেটিং ও বিজ্ঞাপন নিয়ে আলোচনা হবে এই দুই দিন। যা পড়ুয়া ও প্রফেশনালদের জন্যও উপযোগী হবে। ইভেন্টে উদ্বোধনী বক্তব্য রাখবেন একটি সংস্থার সিইও সিদ্ধার্থ রায়। এই ২ দিন এআই স্টোরি টেলিং, কপি রাইটিং-সহ নানা বিষয়ে আলোচনা হবে। থাকছে ফ্যাশন শো-ও।

প্রথম দিন প্যানেল আলোচনায় থাকবেন একটি বিনোদন চ্যানেলের বিজনেস ও মার্কেটিং প্রধান জালালুদ্দিন মণ্ডল। একটি ওটিটি প্ল্যাটফর্মের সিওও সৌম্য মুখোপাধ্যায়, একটি রেডিও চ্যানেলের কনসালটেন্ট ইন্দ্রাণী, কনটেন্ট ক্রিয়েটর উমেশ গঙ্গোপাধ্যায় এবং একটি সংস্থার সিইও সিডি মিত্র। ইভেন্টের দ্বিতীয় দিন আলোচনায় থাকবেন রুচিরা রায়না, পৌলমী রায়, সুপর্ণা মুকাদ্দাম এবং রূপসা দাশগুপ্ত।

ফ্যাশন শোর বিচারকের আসনে থাকবেন অভিনেত্রী তথা মডেল প্রান্তিকা দাস। থাকবেন অভিনেত্রী মধুমিতা সরকার ও কনটেন্ট ক্রিয়েটর নিরঞ্জন মণ্ডল।

এই খবরটিও পড়ুন

বিগত বছরগুলিতে এই ইভেন্টে মধুর ভান্ডারকর, আর বালকি, প্রহ্লাদ কক্কর, বুদ্ধায়ন মুখোপাধ্য়ায়, অরিন্দম শীল, চন্দ্রিল ভট্টাচার্য, অরুণিমা সিং, কাঞ্চন দত্ত, রুদ্রনীল ঘোষের মতো বিশিষ্টজনরা উপস্থিত থেকেছেন। দেশজুড়ে ৬০টির বেশি কলেজ এই ইভেন্টে অংশ নেয়।

 

Next Article