কলকাতা: আরজি করে গ্লাভস কাণ্ডে তদন্ত কমিটি গঠন। তদন্ত কমিটিতে রয়েছেন পাঁচ সদস্য। কয়েকদিন আগে ট্রমা কেয়ার এমার্জেন্সিতে রক্তমাখা গ্লাভস উদ্ধার হয়। তাতেই শোরগোল পড়ে যায় স্বাস্থ্য মহলের অন্দরে। সিলড প্যাকেটে নন স্টেরাইল গ্লাভস উদ্ধারের ভিডিয়ো বৃহস্পতিবার প্রকাশ্যে আসে। ভিডিয়ো ঘিরে রোগী সুরক্ষা নিয়ে সরব হন জুনিয়র চিকিৎসকেরা।
হাসপাতালে নিম্নমানের চিকিৎসা সরঞ্জাম কেন? নন স্টেরাইল গ্লাভসের কারণে রোগীর দেহে সংক্রমণ ছড়ালে দায় কার? প্রশ্ন তোলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। অনশন আন্দোলনের অন্যতম দাবি রোগী সুরক্ষা। রক্তমাখা গ্লাভস উদ্ধার আন্দোলনের দাবিরই প্রমাণ। বক্তব্য ছিল আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের। অবশেষে তদন্ত কমিটি গঠন হতে তা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।
প্রসঙ্গত, তিলোত্তমার সুবিচার, স্বাস্থ্য ক্ষেত্রে সংস্কারের একগুচ্ছ দাবি নিয়ে ধর্মতলায় অনশন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। বেশ কয়েকজন ইতিমধ্যে অসুস্থও হয়ে পড়েছেন। পুজোর আবহেই বিগত কয়েকদিনে দফায় দফায় তপ্ত হয়ে উঠেছে ধর্মতলা চত্বর। মণ্ডপ দেখার পাশাপাশি ঢল নামছে সেখানেও। সরকারের তরফে বারবার অনশন তোলার কথা বলা হলেও এখনও নিজেদের অবস্থানেই অনড় অন্দোলনরতরা।