মুখে নেই স্লোগান, বুকে আছেন মমতা, দিদির জন্য রাত জাগছেন কালীঘাটের অর্জুন

Mar 11, 2021 | 12:24 PM

কাল থেকে এসেছেন অনেকেই। ফিরেও গিয়েছেন। শুধু এক কোণে নিঃশব্দে পড়ে আছেন এই অর্জুন সর্দার (Arjun Sardar)। দিদির (Mamata Banerjee)সুস্থতা কামনায় করছেন প্রার্থনা।

মুখে নেই স্লোগান, বুকে আছেন মমতা, দিদির জন্য রাত জাগছেন কালীঘাটের অর্জুন
এসএসকেএমে বসে আছেন অর্জুন

Follow Us

কলকাতা: ভোট এগিয়ে এলে অভিযোগ, পাল্টা অভিযোগের ছবি নতুন নয়। জায়গায় জায়গায় বিক্ষোভ-অবরোধ এ রাজ্যের চেনা ছবি। আর বুধবার রাতের ঘটনা কার্যত মোড় ঘুরিয়ে দিয়েছে রাজ্য রাজনীতির। নিজের কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) গিয়ে আহত হয়েছেন খোদ মুখ্য়মন্ত্রী (CM Mamata Banerjee)। কেউ বলছেন, বিরোধীরাই ঘটিয়েছেন। কেউ বলছেন, এ সবই আসলে নাটক। কোথাও চলছে বিক্ষোভ, কোথাও অবরোধ। কিন্তু তাঁর মুখে নেই কোনও স্লোগান, বুকে আছেন মমতা। এভাবেই মমতার জন্য রাত জাগছেন অর্জুন (Arjun Sardar)।

মুখে দাড়ি, মাথায় হেলমেটে লাগানো একগুচ্ছ জোড়াফুলে প্রতীক। পুরো শরীর ঢাকা মমতার ছবিতে। নন্দীগ্রামে মমতা আক্রান্ত হওয়ার খবর আজ প্রায় সব সংবাদমাধ্যমের শিরোনামে। আর সে সব সংবাদপত্র কেটে লাগিয়েছেন নিজের বুকে। এক রাত নয়, মমতার জন্য রাতের পর রাত জাগতে রাজি অর্জুন সর্দার। এটাই তো প্রথমবার নয়। এমন রাত জেগেছেন বহুবার। অভিষেকের দুর্ঘটনার পরও এভাবেই দিন-রাত বেলভিউতে বসে আরোগ্য কামনা করেছেন তিনি।

বুধবার রাতে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় মুখ্য়মন্ত্রী মমতাকে। রাতেই হাসপাতালে ছুটে এসেছিলেন বহু তৃণমূল কর্মী। বিরোধীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান অনেকেই। রাত বাড়লে তাঁদের মধ্যে বেশির ভাগ সমর্থকই বাড়ি ফিরে যান। মোটামুটি ফাঁকা হয়ে যায় এসএসকেএম চত্বর। কিন্তু এক কোণে নিঃশব্দে পড়েছিলেন এই অর্জুন। সকাল হলেও তাঁর বাড়ি ফেরার কোনও তাড়া নেই। যতদিন না মুখ্যমন্ত্রী সম্পূর্ণ সুস্থ হয়ে যাচ্ছেন ততদিন পর্যন্ত বাড়ি ফিরবেন না তিনি।

TV9 বাংলার ক্যামেরার সামনে অকপটে জানালেন তৃণমূলের প্রথম দিনের কর্মী তিনি। আগে যখনই দিদির উপর আঘাত এসেছে, তখনই এভাবেই ছুটে গুয়েছেন তিনি। আগের সে সন আক্রান্ত হওয়ার ছবিও আটকে রেখেছেন বুকে। শুধু তাই নয়, কালীঘাটে পুজোও দিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। যিনি মমতার এত বড় ভক্ত, তাঁর বাড়িতে কি কখনও গিয়েছেন মমতা? প্রশ্নের উত্তরে কালীঘাটের বাসিন্দা অর্জুন বলেন, “দিদি তো রোজ আমার বাড়ির সামনে দিয়ে যান, আমার বাড়িতে যাওয়ার দরকার নেই।”

আরও পড়ুন: দোকানের সামনে ভিড় ছিলই, মমতা গাড়ি থেকে পা নামাতেই আকস্মিক বিষয়টা ঘটে! প্রত্যক্ষদর্শী দিলেন ইঙ্গিত

তাঁর দাবি, পায়ে আঘাত করে মমতাকে বসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, “গ্যাসের দাম বেড়েছে। মা-বোনেদের জন্য উনি পাহাড় থেকে সাগর ছুটে বেড়াচ্ছেন। যাতে তিনি দৌড়তে না পারেন তাই এভাবে তাঁর পায়ে আঘাত করা হয়েছে।” তাহলে শাস্তি কী, অর্জুন বলছেন, “শাস্তি দেবে মানুষ। আসন্ন ভোটে বুঝিয়ে দেবে তারা।” আপাতত এই মমতা -ভক্তকে দেখতে তাঁর আশেপাশে ভিড় জমিয়েছেন অনেকেই।

Next Article