কলকাতা: আরজি কর কাণ্ডে উত্তাল রাজ্য। কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ধর্ষণ-বিরোধী অপরাজিতা বিল পাশ হয়েছে বিধানসভায়। এই পরিস্থিতিতে কর্মক্ষেত্রে মহিলাদের সুরক্ষা নিয়ে ফের প্রশ্ন উঠে গেল। মহিলাদের বাথরুমের দরজায় ফাঁক দিয়ে ভিডিয়ো করার অভিযোগ উঠল কলকাতা হাইকোর্টের অদূরে জিপিওর মধ্যে। বাথরুমের দরজার ফাঁক দিয়ে এক মহিলা কর্মীর ভিডিয়ো করার অভিযোগে গ্রেফতার করা হল এক চুক্তিভিত্তিক কর্মীকে। হেয়ার স্ট্রিট থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার জিপিওর ওই মহিলা কর্মী বাথরুমে গিয়েছিলেন। সেখানে দরজার ফাঁক দিয়ে অভিযুক্ত নিজের মোবাইলে ছবি তোলার চেষ্টা করছিলেন। সেই সময় জিপিওর অন্য কর্মীরা অভিযুক্তকে ধরে ফেলেন। তাঁকে মারধর করা শুরু হয়। খবর পাঠানো হয় থানায়। পুলিশ এসে অভিযুক্ত গ্রেফতার করে। এবং তাঁর ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বছর চৌত্রিশের অভিযুক্ত যুবক জিপিওর চুক্তিভিত্তিক কর্মী। তাঁর বাড়ি উল্টোডাঙায়। এদিন সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ ওই মহিলা বাথরুমে যাওয়ার পরই পিছু নেন ওই যুবক। দরজার ফাঁক দিয়ে ভিডিয়ো করছিলেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওই যুবকের অতীত কোনও অপরাধের রেকর্ড রয়েছে কি না, তাও দেখা হচ্ছে। তবে এই ঘটনায় কর্মক্ষেত্রে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে।