কলকাতা: কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে দু’দিনের ধরনায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ সেই ধরনায় দেখাই গেল না সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সভাপতি বন্দ্যোপাধ্যায়কে। বকেয়া পাওনা আদায়ে ধরনায় যোগ দিতে দলের সব সাংসদকে নির্দেশ দেন মমতা। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে সব সাংসদদের উপস্থিত থাকতে বলা হয়। সব সাংসদ থাকলেও দেখা মেলেনি তৃণমূল ‘সেনাপতিকে’। অভিষেকের এই অনুপস্থিতি নিয়ে জল্পনা তুঙ্গে। প্রশ্ন উঠছে, তাহলে কি নেত্রীর নির্দেশ অমান্য করলেন অভিষেক?
এ দিকে, এই নিয়ে যখন রাজনৈতিক চাপানুউতর বাড়ছে, সেই সময় অভিষেকের ‘টিমের’ অন্যতম সদস্য হিসাবে পরিচিত অদিতি গায়েনের এক্স হ্যান্ডেলের পোস্ট আরও চর্চা বাড়িয়েছে। তিনি আবার লিখেছেন, ‘যোগ্য ব্যক্তিরা স্থান পায় না, অযোগ্য ব্যক্তিদের নিয়ে ঘর সাজায়।’ যদিও, যুবনেত্রী সায়নী ঘোষ জানিয়েছেন, অভিষেক দিল্লিতে কাজে ব্যস্ত। তাই যোগ দিতে পারেননি। বস্তুত, দুর্গাপুজোর আগে বকেয়ার দাবিতে প্রথমে দিল্লিতে ও পরে কলকাতায় রাজভবনের সামনে ধরনায় বসেছিলেন অভিষেক। সেই আন্দোলন তুলে নেওয়ার কারণ হিসাবে অভিষেক সম্প্রতি বলেছিলেন, দলনেত্রীর নির্দেশেই তাঁকে ধরনা তুলতে হয়েছিল। তারপর আজ তাঁর অনুপস্থিতি জল্পনা আরও বাড়িয়েছে।
এ দিকে, বিষয়টি নিয়ে আরও বিরোধীরাও নিজেদের মত প্রতিক্রিয়া দিয়েছেন। সিপিএম নেতা মহম্মদ সেলিম জানিয়েছেন, যখনই কর্মসূচির ঘোষণা হয়। তখনই অভিষেক বিদেশ চলে যান। এর আগেও তাই হয়েছিল। এখনও হচ্ছে। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, “ওদের নিজেদের ব্যাপার। কে কীভাবে কী করবে ওরাই জানে।” প্রসঙ্গত, কয়েকদিন আগেও তৃণমূলের অন্দরে নবীন-প্রবীণ ইস্যু নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। যদিও, ক্যামেরার সমানে কোনও নেতা তা স্বীকার না করলেও মত পার্থক্য যে ছিল সে কথা রাজনীতির কারবারিরা বারেবারে বলেছেন। এমনকী, কালীঘাটে তৃণমূলের বৈঠক চলাকালীনও সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিছুটা ‘গুম’ মেরে থাকতে দেখা যায়। খোদ তৃণমূল নেত্রী তাঁকে বলেছিলেন, যাঁরা বৈঠকে উপস্থিত রয়েছেন তাঁদের অন্তত শুভেচ্ছা বার্তা দিতে। ‘নিমরাজি’ অভিষেক মাইক নিয়ে ঐক্যবদ্ধ লড়াইয়ের কথাই বলেন। তারপর সেখান থেকে বেরিয়ে যান। কী হয়েছিল তাঁর তা যদিও জানা যায়নি।