Abhishek Banerjee: বিচারপতি সিনহার রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 20, 2023 | 11:41 AM

Abhishek Banerjee: গত বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ নির্দেশ দেয়, ইডি বা সিবিআই অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে।

Abhishek Banerjee: বিচারপতি সিনহার রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক
CBI কে চিঠি অভিষেকের

Follow Us

কলকাতা: ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক। কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যাচ্ছেন তিনি। শনিবার নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার আগেই সিবিআই-কে দেওয়া একটি চিঠিতে একথা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার রায় ছিল, অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই বা ইডি। পাশাপাশি, তাঁকে ২৫ লক্ষ জরিমানা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। সেই রায়কে চ্যালেঞ্জ করেই তিনি সুপ্রিম কোর্টে লিভ পিটিশন করছেন বলে উল্লেখ করেছেন চিঠিতে।

হাইকোর্টের নির্দেশের পরই সিবিআই নোটিস দেয় অভিষেককে। ২৪ ঘণ্টার মধ্যে হাজিরার কথা বলা হয় তাঁকে। শুক্রবার সেই নোটিস পেয়েই রাতে কলকাতায় ফেরেন সাংসদ। শনিবার সকালে নির্ধারিত সময়েই তিনি পৌঁছে গিয়েছেন নিজাম প্যালেসে। তবে এদিন হাজিরা দেওয়ার আগে সিবিআই-কে একটি চিঠি দিয়েছে তিনি। সিবিআই অফিসার সঞ্জয় কুমার সামাল-কে সেই চিঠি লিখেছেন অভিষেক।

চিঠির শুরুতেই তিনি লিখেছেন, ‘আমাকে হাজিরা দেওয়ার জন্য একদিনেরও কম সময় দেওয়া হয়েছে, যা দেখে আমি বিস্মিত। আপনারা জানেন রাজ্য জুড়ে ২ মাসের একটি কর্মসূচি চলছে। তা সত্ত্বেও আমি তদন্তে পূর্ণ সহযোগিতা করব।’

চিঠির শেষ অংশে তিনি সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে লিভ পিটিশন করছেন তিনি। ২২ মে তারিখে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হবে বলেও উল্লেখ করেছেন অভিষেক।

উল্লেখ্য, কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের নির্দেশ ছিল, অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে কেন্দ্রীয় সংস্থা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আগেই সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক। তবে সেখান থেকে মামলা ফিরে আসে হাইকোর্টে। যদিও শীর্ষ আদালতের নির্দেশে হয় মামলার বেঞ্চ পরিবর্তন। বিচারপতি অমৃতা সিনহাও একই নির্দেশ বহাল রাখেন। এরপর ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন অভিষেক। তবে শুক্রবার সেই আবেদন শুনকে রাজি হয়নি বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ।

Next Article