Abhishek Banerjee Coal Scam: ‘দুবাইতে বিনয় মিশ্রের সঙ্গে দেখা করতে পারেন অভিষেক’, আদালতে সন্দেহ প্রকাশ ইডি-র

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 02, 2022 | 6:08 PM

Abhishek Banerjee Coal Scam: চোখের চিকিৎসার জন্য দুবাই যাওয়ার আর্জি জানিয়েছিলেন সাংসদ। ইডি সেই আর্জি খারিজ করে দেওয়ায় আদালতের দ্বারস্থ হন অভিষেক।

Abhishek Banerjee Coal Scam: দুবাইতে বিনয় মিশ্রের সঙ্গে দেখা করতে পারেন অভিষেক, আদালতে সন্দেহ প্রকাশ ইডি-র
স্বস্তি পেলেন অভিষেক

Follow Us

কলকাতা : কয়লা কেলেঙ্কারিতে নাম জড়ানোয় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরাকে একাধিকবার তলব করেছে ইডি। তাঁদের বিদেশ যাওয়ার আর্জিও নাকচ করে দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অবশেষে আদালতের নির্দেশে মিলল স্বস্তি। চোখের চিকিৎসার জন্য দুবাই যেতে পারবেন সাংসদ। দুবাই যাওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই। বৃহস্পতিবারের শুনানিতে বিচারপতি বিবেক চৌধুরী এই নির্দেশ দিয়েছেন।

এ দিন আদালতে কেন্দ্রীয় সংস্থা ইডি আদালতে প্রশ্ন তোলে, কেন অন্যান্য দেশ থাকতে দুবাইতে যেতে চাইছেন সাংসদ? গোয়েন্দা আধিকারিকদের সন্দেহ কয়লা-কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের সঙ্গে দেখা করতে যেতে পারেন অভিষেক, কারণ তিনি দুবাইতেই আছেন। কিন্তু আদালতের তরফে বলা হয়, মানবিক কারণেই এই অনুমতি দেওয়া প্রয়োজন। সাংসদ তাঁর পছন্দের জায়গায় চিকিৎসা করাতে যেতেই পারেন, এমনটাই মত সিঙ্গল বেঞ্চের। পালিয়ে যেতে পারেন এমন আশঙ্কা অমূলক বলে উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, আদালতের তরফে ইডিকে পাল্টা প্রশ্ন করা হয়েছে, বিনয় মিশ্রের অবস্থান জেনেও কেন তাঁকে ধরা হচ্ছে না? আদালত বলেছে, প্রত্যেকের চিকিৎসা পাওয়ার অধিকার আছে। একজন রোগীকে বাধা দেওয়া যায় না। তদন্তে সহযোগিতা করছেন না এমনও নয়। তাই যেতে বাধা নেই। ফলে দুবাইতে গিয়ে চিকিৎসা করাতে কোনও বাধা রইল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

চোখের চিকিৎসার জন্য দুবাই যেতে হবে বলে জানিয়ে অভিষেক আর্জি জানিয়েছিলেন, আগামী ৩ জুন থেকে ১০ জুন পর্যন্ত তাঁকে যেন না ডাকা হয়, এই মর্মে ইডি-র কাছে আবেদন জানিয়ে ছিলেন তিনি। সূত্রের খবর, তাঁকে ইডি-র তরফে জানানো হয়েছে, বিদেশ যাওয়া চলবে না। কেন্দ্রীয় সংস্থার এই নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়েই হাইকোর্টে আর্জি জানান অভিষেক।

কয়লা কেলেঙ্কারিতে শাসক দলের অনেক নেতার নামই জড়িয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর স্ত্রী রুজিরারও নাম জড়িয়েছে এই মামলায়। তবে বারবার তলব করা হলেও রুজিরা হাজিরা দেননি একবারও। আগেই অভিষেক আদালতে আবেদন করেছেন যাতে কলকাতায় জিজ্ঞাসাবাদের ব্যবস্থা করা হয় তাঁকে। কিন্তু দিল্লি আদালত সেই আর্জি খারিজ করে দিয়েছে বারবার। দু বার তাই নয়ডায় গিয়ে হাজিরা দিয়েছেন অভিষেক। তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদও করা হয়।

Next Article