Abhishek Banerjee: অভিষেকের ‘রক্তচক্ষু’, তথাগতর RTI প্রশ্নে ছবি প্রকাশ করে জবাব কুণালের

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 16, 2022 | 12:45 PM

Abhishek Banerjee: প্রবীণ বিজেপি নেতা তথাগত রায় টুইটে অভিষেকের এই মার্কিন মুলুকে চিকিৎসা করানোর ব্যয়ভার নিয়ে প্রশ্ন তুলেছেন।

Abhishek Banerjee: অভিষেকের রক্তচক্ষু, তথাগতর RTI প্রশ্নে ছবি প্রকাশ করে জবাব কুণালের
অভিষেক বন্দ্যোপাধ্যায় (ফাইল চিত্র)

Follow Us

কলকাতা: চোখের সমস্যা নিয়ে ভুগছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমেরিকার হাসপাতালে সম্প্রতি চোখের অস্ত্রোপচার হয়েছে তাঁর। তবে সেই বিষয়টিও নজর এড়ায়নি বিরোধীদের।কুণাল ঘোষের দাবি, এই অবস্থাতেও নানা অনুষ্ঠানে অভিষেকের অনুপস্থিতি নিয়ে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়ছে না। প্রবীণ বিজেপি নেতা তথাগত রায় টুইটে অভিষেকের এই মার্কিন মুলুকে চিকিৎসা করানোর ব্যয়ভার নিয়ে প্রশ্ন তুলেছেন। মুখ খুলেছেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষও। তৃণমূল নেতা কুণাল ঘোষ টুইটারে অভিষেকের চোখের ছবি তুলে ধরে লিখেছেন, এই অবস্থাতেও যাঁরা অভিষেককে নিয়ে জল্পনা করছেন তাঁরা অমানবিক।

গত ১৩ অক্টোবর তথাগত রায় টুইটে লেখেন, ‘অভিষেকের চোখে ঠিক কী হয়েছে, কোন শহরে কোন হাসপাতালে কোন ডাক্তার কি অপারেশন করলেন জানলে বড় ভাল হত। প্রথমে তো শুনেছিলাম উনি চিকিৎসার জন্য দুবাই যাচ্ছেন ! ইনসিওরেন্স ছাড়া আমেরিকায় চিকিৎসার খরচ আকাশছোঁয়া। খরচই বা কত হল, টাকাই বা কে দিলেন? কেউ একটু RTI করে দেখবেন নাকি?’

তথাগত টুইট

এই নিয়ে মুখ খুলেছেন দিলীপ ঘোষও। বলেন, ‘একদম বিশ্বাস নেই।সরকারি হাসপাতালে বিশ্বাস নেই তাই বেসরকারি হাসপাতালে যান। দ্বিতীয় হল টাকা-পয়সার গণ্ডগোল। সত্য-মিথ্যা পরে জানা যাবে।’

এরপর শনিবার কুণাল ঘোষ একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, ‘যাঁরা অভিষেকের চোখের চিকিৎসা এবং অস্ত্রোপচার নিয়ে অমানবিক ভাবে সমালোচনা করছিলেন, তাঁদের ওঁর চোখের অবস্থা দেখা উচিত। অভিষেকের এই চোখটি দুর্ঘটনায় মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সম্প্রতি তাঁর অস্ত্রোপচার হয়েছে এবং তিনি পর্যবেক্ষণে রয়েছেন। আমরা সবাই তাঁর দ্রুত সুস্থতা কামনা করি।’ এর পাশাপাশি তিনি বলেন, ‘কলকাতাতেও চিকিৎসা হয়েছে, অন্য রাজ্যেও হয়েছে। আসলে শুধু চোখ নয়, আইবল থেকে শুরু করে ভিতরের হাড় সমস্ত কিছু এতটাই ক্ষতিগ্রস্থ খুব সেন্সটিভ অপরেশন দরকার। আমি সেই ছবিটা পোস্ট করেছি। যে বা যাঁরা ওর চিকিৎসা নিয়ে সমালোচনা করছেন তাঁরা দেখুক যে এই অবস্থার মধ্যেও কিন্তু আমাদের সেনাপতি সমস্ত লড়াই বুক চিতিয়ে করে যাচ্ছেন।’

২০১৬ সালের অক্টোবর মাস। মুর্শিদাবাদে দলীয় কর্মিসভা সেরে ফেরার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়েন অভিষেক। প্রাথমিকভাবে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বেশ কিছুদিন ভর্তি ছিলেন অভিষেক। একাধিকবার অস্ত্রোপচার হয়েছে। কখনও সিঙ্গাপুর, কখনও দুবাইয়ে চিকিৎসা করিয়েছেন তৃণমূল সাংসদ। এবার তিনি আমেরিকায় গিয়েছেন চোখের অস্ত্রপচারের জন্য। মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ঘনিষ্ঠ মহলে অভিষেকের চোখের অস্ত্রোপচার নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন বলে সূত্রের দাবি। দলে এবং ঘনিষ্ঠ মহলে একটাই প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে উঠুন অভিষেক।

 

 

Next Article