কলকাতা: কালীঘাটে বুধবার ছিল তৃণমূলের বৈঠক। খুব ছোট পরিসরে একটি জেলাকে নিয়ে সেই বৈঠক ছিল ঠিকই, তবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্যাস এই বৈঠক থেকে মিলেছে বলেই সূত্রের খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়েছে নতুন দায়িত্ব। কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে প্রথম থেকেই মুখর অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি গিয়েছিলেন হক আদায়ের জন্য। সেখানে আটক পর্যন্ত হতে হয়েছিল পুলিশের হাতে। বুধবার সেই অভিষেকের হাতেই নতুন দায়িত্ব সঁপলেন মমতা। সূত্রের খবর, কেন্দ্রের বঞ্চনা এবং রাজ্য সরকারের সাফল্য তুলে ধরে নতুন পুস্তিকা প্রকাশ করবে তৃণমূল। তার দায়িত্ব দেওয়া হল অভিষেককেই।
পশ্চিম মেদিনীপুরের নেতাদের নিয়ে এদিন বৈঠক ছিল কালীঘাটে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সূত্রের খবর, অভিষেককে কিছু মমতা বলতে বলেন। অভিষেক বলেন, নেত্রীর নির্দেশ মেনে, তাঁর দেওয়া দায়িত্ব পালন করবেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অভিষেককে দায়িত্ব দেন নতুন পুস্তিকা প্রকাশের। যেখানে কেন্দ্রের বিভিন্ন বকেয়ার উল্লেখ থাকবে, থাকবে কেন্দ্রের একাধিক ‘না পারার’ তালিকা। একইসঙ্গে মমতার সরকারের বিভিন্ন প্রকল্প নিয়েও তথ্য থাকবে পুস্তিকায়।