BJP: লোকসভার আগে বিজেপির অন্দরে বিদ্রোহের সুর, প্রার্থীপদ নিয়ে বিস্ফোরক দলেরই বিধায়ক

Pradipto Kanti Ghosh | Edited By: জয়দীপ দাস

Jan 10, 2024 | 9:06 PM

BJP: দলীয় বিধায়কের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর বক্তব্য, দার্জিলিংয়ের সাংসদ অত্যন্ত কাছের মানুষ। দার্জিলিংয়ের জন্য তিনি অনেক কিছু আদায় করে এনেছেন। কারও মতামত থাকলে দলের মধ্যে জানাতে পারেন।

BJP: লোকসভার আগে বিজেপির অন্দরে বিদ্রোহের সুর, প্রার্থীপদ নিয়ে বিস্ফোরক দলেরই বিধায়ক
বিজেপির পতাকা (ফাইল ছবি)
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: লোকসভা নির্বাচনের প্রার্থীর নাম চূড়ান্ত হওয়ার আগেই বিজেপির অন্দরে বিদ্রোহের সুর। দার্জিলিং লোকসভা কেন্দ্রে এখন সাংসদ বিজেপির রাজু বিস্তা। কার্শিয়াংয়ে বিজেপির বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার দাবি, পাহাড়ের কাউকে প্রার্থী করা না হলে তিনি এবার নির্বাচনে প্রার্থী হবেন। বিজেপিতে থেকেই তিনি নির্দল প্রার্থী হিসেবে লড়াই করবেন। দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিলে তখন দেখা যাবে। তাঁর যুক্তি বছরের পর বছর বহিরাগতদের নিয়ে এসে পাহাড়ে প্রার্থী করা হচ্ছে। তাঁরা জেতার পর আর পাহাড়ের দিকে মুখও ফেরান না। এটা যেন একটা খেলার মাঠ হয়ে গেছে।

তাঁর সাফ দাবি, এভাবে দিনের পর দিন চলতে পারে না। ভূমিপুত্র কাউকে প্রার্থী করতে হবে। না হলে নির্দল প্রার্থী হয়ে তিনি এর প্রতিবাদ জানাবেন। তাঁর দাবি, সংবাদমাধ্যমের কাছে তিনি মুখ খুললেন। নেতারা জানতে চাইলে এটাই বলবেন। দল ব্যবস্থা নিলে নেবে। কিন্তু তিনি তাঁর সিদ্ধান্তে অনড়। যদিও তাঁর এই মন্তব্য সামনে আসতেই যে দলের অস্বস্তি বাড়ছে তা আর বলার অপেক্ষা রাখে না। চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলের অন্দরে।

দলীয় বিধায়কের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর বক্তব্য, দার্জিলিংয়ের সাংসদ অত্যন্ত কাছের মানুষ। দার্জিলিংয়ের জন্য তিনি অনেক কিছু আদায় করে এনেছেন। কারও মতামত থাকলে দলের মধ্যে জানাতে পারেন। যারাই দল করেন তাদের দলের নিয়মকানুন মেনে চলতে হয়। প্রসঘঙ্গত, হাতে সময় আর বেশি নেই। লোকসভা ভোটের সলতে পাকানোর কাজটা তো গত বছরই শুরু হয়েছিল। দিন যত গড়াচ্ছে ততই কোমর বেঁধে মাঠে নামছেন সব রাজনৈতিক দলের নেতারাই। হাত পাকাচ্ছে বিরোধী ইন্ডিয়া জোট। এদিকে গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ থেকে ৭ জন সাংসদ পেয়েছিল বিজেপি। কিন্তু, সেই নিরিখে বিধানসভা ভোটে ফল অতটা ভাল হয়নি পদ্ম শিবির। এখন দেখার আসন্ন লোকসভা ভোটে কী ছাপ পড়ে। 

Next Article