বজবজ: পঞ্চায়েত ভোটের আগে দলকে এককাট্টা রাখতে তৎপর তৃণমূল শিবির। বিশেষ করে ভোটের মুখে জেলায় জেলায় তৃণমূলের অন্দরে মাঝেমধ্যেই যে গোষ্ঠীকোন্দলের অভিযোগ উঠছে, সেই বিষয়টি নিয়ে বেশ অস্বস্তিতে রয়েছে শাসক দল। এমনই এক পরিস্থিতিতে বজবজের এক নেতা ধমক খেলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) কাছে। সূত্র মারফত এমনই জানা গিয়েছে। শুক্রবার ডায়মন্ড হারবারের সাতটি বিধানসভা কেন্দ্রের নেতা-কর্মীদের নিয়ে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল। সেখানে ছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
এদিনের বিজয়া সম্মিলনীতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় অভিষেকের। সূত্রের খবর, সেখান থেকে বেরনোর সময় বজবজ ব্লক-২-এর সহসভাপতি বুচান বন্দ্যোপাধ্যায়কে ধমক দেন অভিষেক। অভিষেক নাকি বলেছেন, “অনেক অভিযোগ পেয়েছি। সবাইকে নিয়ে চলো। নিজেকে ঠিক করো।”
প্রসঙ্গত, এর আগেও একাধিকবার দলীয় অনুশাসন মেনে চলার জন্য নেতা ও কর্মীদের উদ্দেশে বার্তা দিয়েছিলেন অভিষেক। পঞ্চায়েত ভোট নিয়েও বার্তা দিয়েছিলেন। পঞ্চায়েত নির্বাচনে দলের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছ্ব ভাবমূর্তিকেই যে প্রাধান্য দেওয়া হবে, সেই কথা অতীতে একাধিকবার বুঝিয়ে দিয়েছেন অভিষেক। একুশে জুলাইেয়র মঞ্চ থেকেও সেই বার্তা দিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। বলেছিলেন, “যদি কেউ ভাবেন, মুখ দেখিয়ে পঞ্চায়েতের আসন পাব, দাদার জলের বোতল বয়ে দিয়ে পঞ্চায়েতের আসন পাব… আপনাকে মানুষ যদি সার্টিফিকেট দেয়, তবেই আপনি তৃণমূলের প্রার্থী হবেন। নাহলে যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন, আপনাকে পঞ্চায়েতে দল কোনও টিকিট দেবে না।”
একুশের মঞ্চ থেকে তিনি আরও বলেছিলেন, “যদি কেউ ভাবেন, নিজের করে খাওয়ার জায়গা তৃণমূল, তাহলে আমি আগেও বলেছি, হয় ঠিকাদারি করবেন, নাহলে তৃণমূল কংগ্রেস করবেন। নিঃস্বার্থভাবে, নির্ভীক হয়ে করতে হবে, যাতে মানুষ আগামী দিনে পরিষেবা হয়। এই তৃণমূল অন্য তৃণমূল।” এ হেন অভিষেকের মুখে বজবজের তৃণমূল নেতাকে ধমক বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজ্য রাজনীতির পর্যবেক্ষকরা। বিশেষ করে এই বার্তা থেকে অভিষেক আবারও বুঝিয়ে দিলেন, দলের সকলকে একসঙ্গে নিয়ে, একজোট হয়ে ভোটের লড়াইয়ে নামতে হবে।