কলকাতা: একশো দিনের কাজের টাকায় রাজ্যের ‘বঞ্চিতদের’ প্রাপ্য আদায়ের দাবিতে সোমবার রাজভবনে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। রাজ্যপাল বোসের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে এসে পাঁচ দিন ধরে চলতে থাকা ধরনা অবস্থান প্রত্যাহার করে নিয়েছেন অভিষেক। অভিষেক আশাবাদী, রাজ্যপাল কিছু একটি বিহিত করবেন। সঙ্গে এও জানালেন, রাজভবনে তৃণমূলের প্রতিনিধি দলের জন্য চা-জলের ব্যবস্থা করা হলেও, তাঁরা কেউ এক ঢোঁক জলও মুখে দেননি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বললেন, “আমরা মানুষের দাবি-দাওয়া নিয়ে রাজভবনে গিয়েছি। রাজভবনের লনে ফুর্তি করতে বা নাটক করতে যাইনি। যেদিন মানুষের টাকা ফিরে আসবে, ওই রাজভবনে গিয়েই চা-মিষ্টি খেয়ে আসব।”
প্রসঙ্গত, তৃণমূলের তরফে দাবি করা হচ্ছে রাজ্যের প্রায় ২১ লাখ শ্রমিক একশো দিনের কাজ করার পরও টাকা পাচ্ছেন না। প্রায় ২ বছর পেরিয়ে গেলেও এখনও টাকা পাননি ওই ভুক্তভোগীরা। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবনে যাওয়া প্রতিনিধি দলেও ছিলেন সেই ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা। অভিষেকের বক্তব্য, এই ভুক্তভোগীদের প্রশ্নের কোনও উত্তর আজ ছিল না রাজ্যপাল বোসের কাছে।
দিল্লিতে কৃষিভবন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের গোটা প্রতিনিধিদলকে আটক করেছিল দিল্লি পুলিশ। সেই নিয়ে বিগত কয়েক দিনে বার বার সরব হয়েছেন অভিষেক। কীভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে পুলিশ আচরণ করেছে, তার তীব্র নিন্দা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু সাংসদ ও জনপ্রতিনিধিদের প্রতি হেনস্থার কথা আজ একবারের জন্যও রাজ্যপালের কাছে তাঁরা কেউ বলেননি বলেই দাবি অভিষেকের। বললেন, “আমাদের কাজই লড়াই করা। আমরা একবারও বলিনি আমাদের সাংসদদের চুলের মুঠি ধরে, চ্যাংদোলা করে বের করে দেওয়া হয়েছে।”