কলকাতা: রাজভবনের বাইরে পাঁচ দিন ধরে চলা ধরনা প্রত্যাহার করে নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে রাজ্যপালের সঙ্গে বৈঠক শেষে ধরনায় আপাতত ইতি ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে একইসঙ্গে রাজ্যপাল ও কেন্দ্রের উদ্দেশ্যে ডেডলাইনও দিয়ে রাখলেন। বললেন, “৩১ অক্টোবরের মধ্যে রাজ্যপালের তরফ থেকে কোনও ইতিবাচক পদক্ষেপ না দেখি বা কেন্দ্রের যদি কোনও সদুত্তর না আসে, তাহলে ১ নভেম্বর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আরও বৃহত্তর আন্দোলন করা হবে।”
একইসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, ১ তারিখ যদি তৃণমূলকে ফের আন্দোলন কর্মসূচি শুরু করতে হয়, তাহলে সেই আন্দোলন আর থামবে না। যতদিন না মানুষের প্রাপ্য টাকা আসছে, ততদিন পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়ে রাখলেন অভিষেক। গত পাঁচদিন ধরে রাজভবনের বাইরে চলতে থাকা তৃণমূলের অবস্থান-ধরনা শুধুমাত্র ট্রেলার বলেই ব্যাখ্যা করছেন তৃণমূলের অঘোষিত ‘সেকেন্ড-ইন কমান্ড’। বললেন, “এই পাঁচ দিন শুধু ট্রেলার দেখালাম। বাংলার মানুষের শক্তি প্রদর্শন। পিকচার আভি বাকি হ্যায়।”
তবে আজ রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর কিছুটা হলেও আশ্বস্ত অভিষেকরা। রাজ্যপাল তাঁদের সঙ্গে ভাল ব্যবহার করেছেন এবং তাঁদের দাবি ‘ন্যায্য’ বলেই মনে করছেন বলে বৈঠক শেষে জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের বক্তব্য, রাজ্যপাল বোস ২৪ ঘণ্টার মধ্যেই বিষয়টি নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, রাজভবনে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে বৈঠকের পরই ফের দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তৃণমূলের প্রতিনিধিদলের সঙ্গে দেখা করার পরই বোসের এই দিল্লিযাত্রা নিয়ে ইতিমধ্য়েই বিভিন্ন মহলে চর্চা শুরু হয়ে গিয়েছে।