কলকাতা: সংহতি যাত্রা শেষে পার্ক সার্কাসে সভা। সেই সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বক্তব্য, যাঁকে পছন্দ হয়, তাঁকেই ভোট দিন বাংলার মানুষ। তবে শর্ত একটাই, ভোট দিতে হবে কাজের ভিত্তিতে, ধর্ম যেন মাঝে না আসে। অভিষেকের কথায়, “বাংলার কৃষ্টি সংস্কৃতি বাংলার ঐতিহ্য বারবার এটাই আমাদের শিখিয়েছে, যেটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। আমরা রাজনীতি যখন করব মানুষের দাবি নিয়ে করব।”
লোকসভা ভোটের আগে কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের মূল অস্ত্র যে ‘বঞ্চনা’ হতে চলেছে, তা একপ্রকার স্পষ্ট। এদিন পার্ক সার্কাসের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আপনি যদি ১০০ দিনের টাকা, বাড়ির সামনে রাস্তাকে সামনে রেখে ভোট দেন, যত বড় নেতা হোক আপনার টাকা আটকে রাখতে পারবে না। বাংলার প্রতি বঞ্চনাকে সামনে রেখে ভোট দিতে হবে।”
একইসঙ্গে অভিষেকের বক্তব্য, “আমি বাংলার প্রতিটা মানুষকে বলতে চাই, আগামিদিন নির্বাচনে আপনার যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন। তৃণমূলকে দিলে তৃণমূলকে দেবেন, সিপিএমকে দিলে সিপিএমকে দেবেন, বিজেপিকে দিলে বিজেপিকে দেবেন, কংগ্রেসকে দিলে কংগ্রেসকে দেবেন। কিন্তু ভোট ধর্মের নামে নয়, ভোট কর্মের নামে দিতে হবে। গণতন্ত্রে মানুষই শেষ কথা। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল হোক, গণতন্ত্রে কেউ শেষ কথা বলে না, মানুষই বলে।”