কলকাতা: ২৫ বছর পার করল আচার্য সত্যেন্দ্রনাথ বসু স্মারক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। অপবিজ্ঞান ও কুসংস্কারের অন্ধকার থেকে সমজকে মুক্ত করে, মুক্তচিন্তা ও যুক্তিবাদের আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্য়েই সূচনা হয়েছিল এই মেলার। চলতি বছরে ১৯ জানুয়ারি শুরু হয়েছে মেলা, চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। মেলা উপলক্ষে হেদুয়া পার্ক প্রাঙ্গণে প্রতিদিন দুপুর ২টো থেকে রাত ৮টা পর্যন্ত ভিড় জমাচ্ছেন প্রচুর মানুষ। সেই ভিড়ে শিক্ষক-শিক্ষার্থীদের সংখ্যা বেশি হলেও সব স্তরের মানুষই যোগ দিচ্ছেন।
এবারের মেলার উদ্বোধন করেন আচার্য সত্যেন্দ্রনাথ বসু জাতীয় বিজ্ঞান কেন্দ্রের ডিরেক্টর, অধ্যাপিকা তনুশ্রী সাহা দাশগুপ্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলা কমিটির চেয়ারম্যান অধ্যাপক দেবীপ্রসাদ দুয়ারী, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য সম্পাদক প্রদীপ মহাপাত্র , পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ কলকাতা জেলা সম্পাদক শেখ সোলেমান, অধ্যাপক তপন মিশ্র, অধ্যাপক শ্যামল চক্রবর্তী, অধ্যাপিকা সুমিত্রা চৌধুরী, বিশিষ্ট বিজ্ঞান কর্মী তপন সাহা প্রমুখ।
এই বছর মেলার কেন্দ্রীয় ভাবনা হল ‘প্রকৃতিতে পেয়েছি যা, লড়াই করে বাঁচাবো তা’। অর্থাৎ, পরিবেশ রক্ষা। মেলার আগে মেলার বিভিন্ন স্কুল ও কলেজে মডেল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেই মডেল প্রতিযোগিতায় অংশ নেওয়া ২০০ টিরও বেশি মডেল এই মেলায় প্রদর্শিত হচ্ছে। এই মডেল প্রদর্শনী এই মেলার অন্যতম আকর্ষণ। তরুণ মনের এই সকল সৃষ্টি ভবিষ্যতের বিভিন্ন সমস্যা সমাধানের দিশা দিতে পারে বলে আশা মলেরা আয়োজকদের। এছাড়া মেলায় রয়েছে আন্তঃ বিদ্যালয় ও মহাবিদ্যালয় ক্যুইজ প্রতিযোগিতা, আন্তঃ বিদ্যালয় অঙ্ক প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা। রয়েছে জেলার বিভিন্ন বিজ্ঞান ক্লাবের স্টল। প্রতি সন্ধ্যায় মেলা বসছে বিজ্ঞান ও সমাজ সচেতনতামূলক বিভিন্ন সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান।