Ram Mandir, Kolkata Book Fair: বাচ্চাদের রামলালা সাজিয়ে বইমেলায় ঢুকলেন রুদ্রনীল, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিল পুলিশ

Ranjit Dhar | Edited By: Soumya Saha

Jan 22, 2024 | 4:46 PM

Kolkata Book Fair: বইমেলা প্রাঙ্গণের ভিতরে পদ্মফুল বিতরণে আপত্তি জানায় বিধাননগর পুলিশ। বাধা দেওয়া হয় রুদ্রনীলদের পদ্মফুল বিলির কর্মসূচিতে। তা নিয়েই তুমুল বিশৃঙ্খলা। পুলিশের সঙ্গে কার্যত বচসায় জড়িয়ে পড়েন বিজেপি সমর্থকরা। পুলিশের তরফে যুক্তি দেওয়া হয়, বইমেলা কোনওরকম বিক্ষোভ-প্রদর্শনের জায়গা নয়। বইমেলা চত্বরে কোনও প্রদর্শন করা যাবে না। বইমেলার পরিবেশ যাতে নষ্ট না করা হয়, সেই কথা বলা হয় পুলিশের তরফে।

Ram Mandir, Kolkata Book Fair: বাচ্চাদের রামলালা সাজিয়ে বইমেলায় ঢুকলেন রুদ্রনীল, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিল পুলিশ
বইমেলায় পুলিশের সঙ্গে বচসায় রুদ্রনীলরা
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ঘিরে গোটা দেশে উন্মাদনা। আনন্দ আয়োজন। সেই উপলক্ষ্যে সোমবার কলকাতা বইমেলায় এক বিশেষ কর্মসূচির উদ্যোগ নিয়েছিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। খুদে খুদে বাচ্চাদের রামচন্দ্রের সাজে সাজিয়ে বইমেলায় আসেন তিনি। উদ্দেশ্য ছিল, বাচ্চাদের হাত দিয়ে বইমেলায় আগতদের হাতে পদ্মফুল উপহার তুলে দেওয়া। সেই মতো এদিন বিকেলে রুদ্রনীল ঘোষের নেতৃত্বে বিজেপি সমর্থকরা বইমেলায় আসেন। সঙ্গে ছিল বেশ কিছু কচিকাঁচারাও। আর সেখানেই ছন্দপতন। বইমেলা প্রাঙ্গণের ভিতরে পদ্মফুল বিতরণে আপত্তি জানায় বিধাননগর পুলিশ। বাধা দেওয়া হয় রুদ্রনীলদের পদ্মফুল বিলির কর্মসূচিতে। তা নিয়েই তুমুল বিশৃঙ্খলা। পুলিশের সঙ্গে কার্যত বচসায় জড়িয়ে পড়েন বিজেপি সমর্থকরা।

সোমবার বিকেলে বইমেলা প্রাঙ্গণে ঢুকে সাধারণ মানুষজনের হাতে পদ্ম ফুল তুলে দিয়ে শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা। সঙ্গে কেউ কেউ জয় শ্রীরাম ধ্বনিও তোলেন। পদ্মফুল বিলির কর্মসূচি শুরুর কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যান বিধাননগর পুলিশ কমিশনারেটের পদস্থ অফিসাররা। বাধা দেন এই উদ্যোগে। আর এরপরই পুলিশের সঙ্গে একপ্রস্থ উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন বিজেপির সমর্থকরা। পুলিশের তরফে যুক্তি দেওয়া হয়, বইমেলা কোনওরকম বিক্ষোভ-প্রদর্শনের জায়গা নয়। বইমেলা চত্বরে কোনও প্রদর্শন করা যাবে না। বইমেলার পরিবেশ যাতে নষ্ট না করা হয়, সেই কথা বলা হয় পুলিশের তরফে।

অন্যদিকে রুদ্রনীল ও বিজেপি সমর্থকদের বক্তব্য, এখানে কোনও বিক্ষোভ প্রদর্শন চলছিল না। পদ্মফুল বিলি করা হচ্ছিল মাত্র। পুলিশ বাধা দেওয়ার কারণেই বিক্ষোভের পরিস্থিতি তৈরি হচ্ছে। তাঁদের বক্তব্য, এটি কোনও রাজনৈতিক কর্মসূচিই নয়। পুলিশের তরফে বিষয়টি জোর করে রাজনৈতিক বিষয় দেখানোর চেষ্টা চলছে।

Next Article