Abhishek Banerjee: পিছোচ্ছে না, ১৫ তারিখেই হবে অভিষেকের বৈঠক!

সৌরভ গুহ | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 09, 2025 | 9:08 PM

Abhishek Banerjee: রবিবার ফের সব নেতাদের জানানো হয়েছে, বৈঠকে হবে ১৫ তারিখেই। ওই দিন বিকাল চারটেয় ভার্চুয়ালি বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।বৈঠকে যোগ দেওয়ার কথা তৃণমূলের জেলা সভাপতি , চেয়ারম্যান, বিধায়ক, সাংসদ এবং শাখা সংগঠনের প্রতিনিধিদের।

Abhishek Banerjee: পিছোচ্ছে না, ১৫ তারিখেই হবে অভিষেকের বৈঠক!
অভিষেক বন্দ্যোপাধ্যায়
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: ভোটের তালিকা যাচাইয়ের বৈঠকের দিন পিছবে। বৈঠক হবে ১৫ মার্চই। ভোটার তালিকা যাচাইয়ের কাজে জেলায় জেলায় তৈরি কোর কমিটি স্থগিত হয়ে যাওয়ার পর বৈঠকের বসার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। জেলা সভাপতি এবং চেয়ারম্যানদের নিয়ে বৈঠকে বসবেন অভিষেক। বৃহস্পতিবার তৃণমূল কোর কমিটির বৈঠকের দিন স্থির হয়েছিল। প্রথমে জানিয়ে দেওয়া হয়েছিল, বৈঠক হবে ১৫ তারিখ। তবে দোল ও হোলি উৎসবের কারণে বৈঠক ১৬ তারিখ হবে বলে জানানো হয়েছিল।

রবিবার ফের সব নেতাদের জানানো হয়েছে, বৈঠকে হবে ১৫ তারিখেই। ওই দিন বিকাল চারটেয় ভার্চুয়ালি বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।বৈঠকে যোগ দেওয়ার কথা তৃণমূলের জেলা সভাপতি , চেয়ারম্যান, বিধায়ক, সাংসদ এবং শাখা সংগঠনের প্রতিনিধিদের।

রাজ্যে ‘ভুয়ো ভোটার’-এর আশঙ্কার কথা জানিয়ে নেতাজি ইন্ডোরের বৈঠকে দলীয় কর্মীদের পথে নামার বার্তা দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা যাচাইয়ের কাজে মমতার গঠিত রাজ্য স্তরের কমিটির সদস্য হলেও বৃহস্পতিবারের বৈঠকে ছিলেন না অভিষেক। সুব্রত বক্সীর নেতৃত্বে হয়েছিল বৈঠক।   নেত্রীর এই নির্দেশের পরই জেলা নেতৃত্বের সঙ্গে রাজ্য নেতৃত্ব বৈঠকে বসেন। বৈঠকে স্থির হয়, সাংগঠনিক জেলাভিত্তিক কমিটি করে ভূতুড়ে ভোটার খোঁজা হবে। মমতার নির্দেশে সেই কমিটিতে পড়ে রেড সিগন্যাল! অর্থাৎ কমিটি স্থগিত করার নির্দেশ দেন নেত্রী।  দলীয় সূত্রে খবর, কমিটি গঠনের এই প্রক্রিয়া সম্পর্কে ‘অবহিত’ ছিলেন না তৃণমূলনেত্রী। এরপরই জানা যায়, জেলা সভাপতি এবং চেয়ারম্যানদের নিয়ে বৈঠকে বসার সিদ্ধান্ত নেন  অভিষেক।