কলকাতা: নির্বাচনের আর খুব বেশিদিন বাকি নেই। মাস কয়েকের মধ্যেই হবে লোকসভা নির্বাচন। তার আগে দফায় দফায় রাজ্য জুড়ে হচ্ছে তৃণমূলের বৈঠক। ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় বৈঠক সম্পন্ন হয়েছে। এবার রিভিউ বৈঠকে বসতে চলেছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগেও রিভিউ মিটিং করেছেন অভিষেক। তবে ভোটের আগে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই জেলা ধরে ধরে বৈঠক করতে শুরু করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
অভিষেকের বৈঠকে দলের নেতারা ছাড়াও উপস্থিত থাকবেন জেলা শাসক, বিডিও, জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত প্রধান ও পুর প্রধান, পঞ্চায়েত সভাপতিরাও। সাধারণত সমগ্র জেলার বৈঠক হলে তখনই জেলা প্রশাসনের আধিকারিকরা উপস্থিত থাকেন। তবে এ ক্ষেত্রে কেবলমাত্র একটি লোকসভা কেন্দ্রের বৈঠক হলেও সেখানে দেখা যাবে তাঁদের। থাকবেন দলের সব বিধায়কও। আমতলায় নব নির্মিত অডিটোরিয়ামে হবে ওই বৈঠক।
ওই কেন্দ্র থেকে পরপর দুবার জয়ী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তিনি যদি ওই কেন্দ্র থেকে লড়েন, তাহলে তৃতীয়বারের জন্য টিকিট পাবেন তিনি। বর্তমানে অভিষেক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ সামলাচ্ছেন। ওই কেন্দ্রে অন্যান্য বিরোধী দল কাদের টিকিট দেবে, তা নিয়েও জল্পনা রয়েছে। উঠে এসেছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর নামও। রাজনৈতিক মহলের একাংশ বলছে, গত পাঁচ বছরে পরিস্থিতি বদলেছে অনেক। একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে শাসক দলের একাধিক নেতার বিরুদ্ধে। এই পরিস্থিতিতে লোকসভা ভোটে শাসকদলের রণকৌশল কী হবে, সেটাই দেখার।