কলকাতা: সন্দেশখালির ঘটনায় এবার আরও চাপে রাজ্য সরকার। ঘটনার পাঁচ দিনের মাথায় রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, এনফোর্সমেন্ট আধিকারিকাদের কেন আক্রান্ত হতে হল, তা নিয়ে রাজ্য সরকারের কাছে ইতিমধ্যেই রিপোর্ট চেয়েছে কেন্দ্র। গত শুক্রবার ওই ঘটনার পরই কেন্দ্রীয় বাহিনী তথা সিআরপিএফ রিপোর্ট পাঠিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রককে। এছাড়া, ইডি-র সদর দফতরে রিপোর্ট পেশ করেছিলেন আক্রান্ত ইডি অফিসাররা। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েই আক্রান্ত হতে হয় ইডি-কে। মাথা ফাটে দুই আধিকারিকের। পরে হাসপাতালে ভর্তি করতে হয় তাঁদের।
গত শুক্রবার, ৫ জানুয়ারি সকালে দক্ষিণ ২৪ পরগনার সন্দেশখালিতে পৌঁছয় ইডি-র একটি টিম। রেশন দুর্নীতি মামলায় ওই অভিযান চালাচ্ছিল কেন্দ্রীয় সংস্থা। অভিযুক্ত বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে যোগ থাকার অভিযোগেই শেখ শাহজাহানকে খুঁজছিল ইডি। ওই দিন সকালে যখন অফিসাররা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে নেতার বাড়ির সামনে পৌঁছয়, তখন আচমকাই তাঁদের ওপর হামলা চালায় কিছু লোকজন। তাঁরা শেখ শাহজাহানের অনুগামী বলে অনুমান করছেন তদন্তকারীরা।
এই ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। প্রায় ৫ দিন কেটে যাওয়ার পরও শেখ শাহজাহান কেন অধরা, তা নিয়ে রাজ্য পুলিশকেই নিশানা করেছেন রাজ্যপাল। অর্থাৎ রাজ্যের দিকেই আঙুল উঠেছে প্রথম দিন থেকে। এদিকে, সোমবার রাতে কলকাতায় এসেছেন ইডি-র ডিরেক্টর রাহুল নবীন। মঙ্গলবার সকালেই ইডি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি।
এদিকে, সন্দেশখালির ঘটনায় ইডি এফআইআর দায়ের করেছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, FIR-এ খুনের চেষ্টার অভিযোগের ধারা রাখেনি পুলিশ। এমনকি, FIR-র কপিও দেওয়া হয়নি।