Ragging in Kolkata: তলপেটে সজোরে ঘুষি, যাদবপুরের পর এবার র‌্যাগিংয়ের অভিযোগ কলকাতা মেডিক্যাল কলেজে

Sourav Dutta | Edited By: জয়দীপ দাস

Jan 09, 2024 | 7:43 PM

Ragging in Kolkata: কয়েক মাস আগেই র‌্যাগিংকাণ্ডে তোলপাড় হয়ে গিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। প্রথমবর্ষের এক পড়ুয়াকে র‌্যাগিংয়ের অভিযোগ ওঠে যাদবপুরেরই প্রাক্তন ও বর্তমান পড়ুয়াদের একাংশের বিরুদ্ধে। ইউজিসির প্রশ্নের মুখেও পড়ে যাদবপুর।

Ragging in Kolkata: তলপেটে সজোরে ঘুষি, যাদবপুরের পর এবার র‌্যাগিংয়ের অভিযোগ কলকাতা মেডিক্যাল কলেজে
কলকাতা মেডিক্যাল।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: যাদবপুরের পর কলকাতা মেডিক্যাল কলেজ। ফের RAGGING কাণ্ড রাজ্যের চিকিৎসা প্রতিষ্ঠানে। দুই জুনিয়র পিজিটি’কে RAGGING এর অভিযোগ সিনিয়রদের বিরুদ্ধে। চারমাস ধরে RAGGING এর অভিযোগ এক চিকিৎসক পড়ুয়ার। ঘটনার খবর সামনে আসতেই তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে প্রতিষ্ঠানের অন্দরে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও উঠেছে। অর্থোপেডিকের এক পিজিটিকে ইলেকট্রিক কেটলি, বোতল দিয়ে মারধর করেছেন সিনিয়ররা। অভিযোগ এমনই। 

সিস্টারদের সামনে ওয়ার্ডে আরেক পিজিটিকে তলপেটে ঘুষি মারলে সংজ্ঞাহীন হয়ে পড়েন ওই চিকিৎসক পড়ুয়া। এই অভিযোগও তোলা হয়েছে। RAGGING এর জেরে বিপর্যস্ত পড়ুয়ারা ইতিমধ্যেই মনোরোগ চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন বলে জানা যাচ্ছে। মঙ্গলবার এই নিয়ে অধ্যক্ষকে ডেপুটেশনও দেওয়া হয়। এরইমধ্যে অ্যান্টি RAGGING কমিটির বৈঠক ডাকলেন কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। অভিযোগকারী, অভিযুক্তদের বক্তব্য শুনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস। 

প্রসঙ্গত, কিছু মাস আগেই র‌্যাগিংকাণ্ডে তোলপাড় হয়ে গিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। প্রথমবর্ষের এক পড়ুয়াকে র‌্যাগিংয়ের অভিযোগ ওঠে যাদবপুরেরই প্রাক্তন ও বর্তমান পড়ুয়াদের একাংশের বিরুদ্ধে। ইউজিসির প্রশ্নের মুখেও পড়ে যাদবপুর। তোলপাড় হয় বাংলার রাজ্য-রাজনীতি। গ্রেফতারও করা হয় বেশ কিছু পড়ুয়াকে। এরইমধ্যে এবার কলকাতা মেডিক্যাল কলেজের ঘটনায় নতুন করে শোরগোল শুরু হয়েছে শিক্ষামহলের অন্দরে।

Next Article