Abhishek Banerjee’s convoy attacked: শালবনিতে অভিষেকের কনভয়ে হামলায় CID তদন্তের নির্দেশ

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

May 29, 2023 | 12:02 AM

Abhishek Banerjee: ওই দিনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আরও একজনকে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যক্তির নাম নিশিকান্ত মাহাত। এর আগে হামলায় যুক্ত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে ঝাড়গ্রাম পুলিশ (Jhargram Police)।

Abhishek Banerjee’s convoy attacked: শালবনিতে অভিষেকের কনভয়ে হামলায় CID তদন্তের নির্দেশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা।

Follow Us

কলকাতা: শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কনভয়ে হামলার ঘটনার তদন্ত করবে সিআইডি। জানা গিয়েছে, সিআইডির একটি টিম ঝাড়গ্রামের দিকে রওনা দিয়েছে। অন্যদিকে, ওই দিনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আরও একজনকে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যক্তির নাম নিশিকান্ত মাহাত। এর আগে হামলায় যুক্ত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে ঝাড়গ্রাম পুলিশ (Jhargram Police)।

শুক্রবার সন্ধ্যায় ৫ নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ দেখাচ্ছিল কুড়মি সম্প্রদায়ের মানুষ। গড় শালবনি এলাকায় অভিষেকের কনভয় যাওয়ার সময় বিক্ষোভ বাড়ে। কনভয়ে হামলার অভিযোগ উঠে। অভিষেকের গাড়ি বেরিয়ে যাওয়ার পর কনভয়ে থাকা মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে ইট এসে পড়ে। মন্ত্রীর গাড়ির কাচ ভেঙে যায়। এছাড়া কনভয়ে থাকা একাধিক গাড়িতে হামলার অভিযোগ ওঠে। কনভয়ে থাকা তৃণমূল কর্মীদের লাথি মারার অভিযোগ উঠেছে।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যসচিব এবং ডিজিপি-র সঙ্গে কথা বলেন। ঘটনার পর ঝাড়গ্রাম পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করে। তদন্তে নেমে ৪ জনকে গ্রেফতার করা হয়। আদালতে তুলে তাঁদের হেফাজতে নিয়েছে পুলিশ।

গড় শালবনিতে তাঁর কনভয়ে হামলা নিয়ে বিজেপিকে আক্রমণ করেন অভিষেক। কুড়মিরা নয়, এই হামলার পিছনে বিজেপি রয়েছে বলে মন্তব্য করেন তিনি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়ও একই সুর শোনা যায়। তিনি বলেন, কুড়মিরা এই কাজ করেনি।

এবার ঘটনার তদন্তভার হাতে নিল সিআইডি। ঝাড়গ্রাম পুলিশকে কেস ডায়েরি ও অন্য সব নথি সিআইডি-কে দেওয়ার জন্য বলা হয়েছে।

Next Article