Jadavpur University: যাদবপুর চত্বরে তুমুল সংঘর্ষ গেরুয়া-লালে, সামাল দিতে এল পুলিশ

Supriyo Guha | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 04, 2025 | 4:01 PM

Jadavpur University: শনিবারের ঘটনার প্রতিবাদে মিছিল বের করে এবিভিপি। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের কাছে এসে পৌঁছয়। সেই সময় খোলা অবস্থায় ছিল গেটটি। এরপর কয়েকজন এবিভিপি সমর্থক বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে পড়েন বলে খবর।

Jadavpur University: যাদবপুর চত্বরে তুমুল সংঘর্ষ গেরুয়া-লালে, সামাল দিতে এল পুলিশ
সম্মুখ সময়ে বাম-এবিভিপি
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: ফের উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। ক্যাম্পাসের চার নম্বর গেটের সামনে মুখোমুখি এবিভিপি (ABVP) ও বাম পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয় থেকে জোর করে বের করা হল এবিভিপি সমর্থকদের। সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ডিসি, এসডি-র নেতৃত্বে চলছে টহল। বিশ্ববিদ্যালয়ের গেট আটকে রেখেছে কর্তৃপক্ষ।

শনিবারের ঘটনার প্রতিবাদে মিছিল বের করে এবিভিপি। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের কাছে এসে পৌঁছয়। সেই সময় খোলা অবস্থায় ছিল বিশ্ববিদ্যালয়ের গেটটি। অভিযোগ, এরপর কয়েকজন এবিভিপি সমর্থক বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে পড়েন বলে। আচমকাই ক্য়াম্পাসের ভিতর স্লোগান-সাউটিং শুরু করেন বলে অভিযোগ। এমনকী, বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে রাজনৈতিক সংগঠনের পোস্টার ব্যানার ছিল তা নির্বিচারে ছিঁড়ে ফেলতে শুরু করেন বলে অভিযোগ। তারপর গেটের উপরে উঠে কখনও বা গেটের মধ্যেই নিজস্ব সংগঠনের পতাকা বেঁধে দিতে উদ্যত হয়।

এরপরই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। তারপর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন পড়ুয়া ও নিরাপত্তারক্ষী এগিয়ে এসে গেট বন্ধের চেষ্টা করেন। সেই সময় দু’পক্ষের মধ্যে হাতাহাতি তৈরি হয়। এরপর এবিভিপি সমর্থকদের বের করে দিয়ে বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ করে দেওয়া হয়।

এবিভিপি সমর্থকদের দাবি, বাম পড়ুয়ারা এসে তাঁদের মারধর করে তাড়িয়ে দিয়েছে। অভিযোগ উড়িয়ে বামেরা। তাঁদের দাবি, এবিভিপি সমর্থকরা আচমকাই বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নষ্টের চেষ্টা করছে। দুই রাজনৈতিক দলের মহিলা দুই সমর্থকদের বলতে শোনা যায়, “লজ্জা করে না বিশ্ববিদ্যালয়ের ভিতরে গুণ্ডামি করছেন…”। অপরদিকে, আর এক মহিলা বলেন, “আপনারা গুণ্ডামি করছেন ক্যাম্পাসের ভিতরে।” বিশ্ববিদ্যালয়ের কর্মী বলেন, “আমরা প্রস্তুত ছিলাম না। ওরা রাস্তায় মিছিল করছিল হঠাৎ বিশ্ববিদ্যালয়ের ভিতরে চলে যায়।”