Suvendu Adhikari at High Court: ৫৩ দিনে তিনবার কনভয় দুর্ঘটনা, ফের মামলা কলকাতা হাইকোর্টে

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 01, 2022 | 6:19 PM

Suvendu Adhikari at High Court: পূর্ব মেদিনীপুরে দুবার ও কলকাতায় একবার দুর্ঘটনার মুখে পড়েছে শুভেন্দু অধিকারীর কনভয়। আগেও মামলা হয়েছে হাইকোর্টে। এবার ফের মামলা হল।

Suvendu Adhikari at High Court: ৫৩ দিনে তিনবার কনভয় দুর্ঘটনা, ফের মামলা কলকাতা হাইকোর্টে
কলকাতা হাইকোর্ট

Follow Us

কলকাতা : শুভেন্দু অধিকারীর কনভয় দুর্ঘটনার রহস্যভেদ করতে প্রয়োজন সিবিআই তদন্ত। সেই আর্জি জানিয়ে ফের একটি জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার এই মামলা করেছেন আইনজীবী রবিরঞ্জন কুমার। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এই মামলা দায়ের হয়েছে। আগামী সপ্তাহে মামলাটি শুনানির সম্ভাবনা রয়েছে। ৫৩ দিনে পরপর তিনবার দুর্ঘটনার মুখে পড়েছে বিরোধী দলনেতার গাড়ি।

আবেদনে উল্লেখ করা হয়েছে, গত ১ জুলাই কাঁথি থেকে তমলুক যাওয়ার পথে প্রথম দুর্ঘটনার কবলে পড়ে শুভেন্দুর কনভয়। এরপর ১২ জুলাই কলকাতার কালিকাপুরে আরও একটি দুর্ঘটনা ঘটে, পূর্ব মেদিনীপুরে ২২ অগস্ট মারিশদায় ফের একই ঘটনা ঘটে। যিনি জেড ক্যাটাগরির সুরক্ষা পান, তাঁর কনভয়ে পর পর এমন দুর্ঘটনা অস্বাভাবিক বলে উল্লেখ করা হয়েছে।

বিজেপির দাবি, শুভেন্দুর কনভয়ে এমন দুর্ঘটনার পিছনে কোনও বড় ষড়যন্ত্র থাকতে পারে। বলে মনে করছে বিজেপি। এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল দাবি করেছিলেন, এই সব ঘটনা বিরোধী দলনেতাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা হতে পারে।

প্রথম ঘটনার দিন, শুভেন্দু অধিকারী তাঁর বাড়ি শান্তিকুঞ্জ থেকে বেরনোর পরই দুর্ঘটনা ঘটেছিল। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা আহত হয়েছিলেন। গাড়িতে ধাক্কা মেরেছিল একটি ট্রাক। এরপর কলকাতায় ফের একই ঘটনা। রাতের দিকে, কালিকাপুরের সার্ভে পার্কের কাছে কনভয় দুর্ঘটনার কবলে পড়ে। কালিকাপুর থেকে রুবির দিকে যাওয়ার সময় ওই ঘটনা ঘটে। শুভেন্দুর গাড়ির পিছনে থাকা পুলিশের গাড়িতে ধাক্কা মারে একটি লরি। আর শেষ ঘটনা ঘটে দিঘা নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের ওপর। ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে শুভেন্দুর একটি গাড়ির। গাড়িতে ছিলেন চার জওয়ান, তাঁরা আহত হন।

Next Article