Kunal on CPIM : ‘আলিমুদ্দিনের ভিতর থেকেই খবর দিচ্ছে’, সর্ষের ভিতরে ভূত খুঁজে পেলেন কুণাল

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Mar 27, 2023 | 5:59 PM

Kunal on CPIM : প্রসঙ্গত, সিপিএমের দুর্নীতির অভিযোগ নিয়ে চাপানউতরের মধ্যেই বড় ঘোষণা করতে দেখা গিয়েছে রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিককে। সাফ জানিয়েছেন পঞ্চায়েত ভোটের আগেই বামেদের দুর্নীতির খতিয়ান প্রকাশে আনবে তৃণমূল।

Kunal on CPIM : আলিমুদ্দিনের ভিতর থেকেই খবর দিচ্ছে, সর্ষের ভিতরে ভূত খুঁজে পেলেন কুণাল
ফের তোপ কুণালের

Follow Us

কলকাতা : চাকরি-চিরকুট-সিপিএম (CPIM), তৃণমূলের হাত ধরে এই তিন শব্দই এখন বঙ্গ রাজনীতির কেন্দ্রবিন্দুতে। প্রশ্নের মুখে বাম নেতা সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) স্ত্রীর চাকরি। স্বজনপোষণের অভিযোগ সুশান্ত ঘোষের (Sushanta Ghosh) বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় (Social Media) রোজই ভাইরাল হচ্ছে নিত্যনতুন চিরকুট। সেগুলিকে হাতিয়ার করেই ঘাসফুল শিবিরের দাবি, মুখে যতই আদর্শের বুলি আওড়ান, ধোয়া তুলসি পাতা নন বাম নেতারা। ইতিমধ্যেই বামদের দুর্নীতির পর্দা ফাঁস করতে ই-মেলও চালু করেছে তৃণমূল (Trinamool Congress)। গোটা রাজ্যে ছড়িয়ে দেও হচ্ছে সেই মেল আইডি। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি, ইতিমধ্যেই গোটা রাজ্য থেকে বন্যার স্রোতের মতো সিপিএমের দুর্নীতির অভিযোগ আসছে। অভিযোগ করছেন খোদ বাম কর্মীরাও। সোমবার সাংবাদিক বৈঠকে কুণাল এ কথা বলার পরেই তা নিয়ে ফের নতুন করে শোরগোল শুরু হয়ে গিয়েছে বঙ্গ রাজনীতির অন্দরে। 

এদিনের সাংবাদিকের বৈঠকের সিংহভাগ সময়েই বামেদের চাঁচাছোলা ভাষায় আক্রমণ করতে দেখা গেল কুণালকে। কখনও আক্রমণ করলেন সুজন চক্রবর্তীকে, কখনও আবার তাঁর নিশানায় সুশান্ত। শুরুতেই বললেন, “আমরা বদলা নয় বদল চাই নীতিতে চলেছিলাম। কিন্তু, দেখা গেল রীতিমতো কুৎসা করছে ওরা। সুজনবাবুদের ঘটনার অভিযোগ সামনে আসার পর গোটা বাংলা থেকে বন্যার স্রোতের মতো সিপিএমের অনিয়ম, চাকরির দুর্নীতির অভিযোগ সামনে আসছে। যা অভিযোগ আসছে তা দেখে সিপিএম নেতারা লজ্জা পাবেন। পাহাড় থেকে সাগর, প্রতিটা জেলা থেকে গুচ্ছ গুচ্ছ অভিযোগ আসছে। সিপিএম জমানায় যোগ্যদের বঞ্চিত করে পার্টির স্বজনপোষণ, নেতাদের ঘনিষ্ঠদের চাকরি দেওয়ার অভিযোগ তুলছেন মানুষ। রিপোর্টে তো দেখা যাচ্ছে শুধুমাত্র ২০০৯ সালে ৪৬ হাজার অনিয়মের অভিযোগ উঠেছে।” কুণালের দাবি, শুধু সাধারণ মানুষ নন, আগে সিপিএম করতেন, পরে ছেড়ে দিয়েছেন এমন অনেক মানুষও সিপিএমের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। 

কুণাল বলেন, “যাঁরা সিপিএম করতেন, বা এখনও অনেকে সিপিএম করেন, এরকম অনেক মানুষও আমাদের হাতে এই দুর্নীতির তথ্য় তুলে দিচ্ছেন। আলিমুদ্দিন স্ট্রিটের ভিতর থেকে তথ্য আসছে। আমাদের পার্টি ধাপে ধাপে সব তথ্য়ই সামনে আনবে।” প্রসঙ্গত, সিপিএমের দুর্নীতির অভিযোগ নিয়ে চাপানউতরের মধ্যেই বড় ঘোষণা করতে দেখা গিয়েছে রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিককে। কয়েকদিন আগে সাফ জানিয়েছেন পঞ্চায়েত ভোটের আগেই বামেদের দুর্নীতির খতিয়ান প্রকাশে আনবে তৃণমূল। এরইমধ্যে বাম নেতাদের নিজেদের দুর্নীতি কবুল করার ‘পরামর্শ’ কুণালের। আলিমুদ্দিনকে এক হাত নিয়ে কুণাল বলেন, “সুজন চক্রবর্তীদের বলব আপনারা যখন কাচের ঘরে বসে ঢিল ছুড়ছেন, এদিকে আপনাদের নামেই একাধিক অভিযোগ সামনে আসছে। তাই শ্বেতপত্র প্রকাশ করুন। হোলটাইমারদের কারণে কারা চাকরি পেয়েছে তাঁদের তালিকা সামনে আনুন।” 

Next Article